6 জিবি র‍্যাম, আলট্রাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 845 এর সঙ্গে লঞ্চ হল এইচটিসি ইউ12 প্লাস, জেনে নিন স্পেসিফিকেশন

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে টেক কোম্পানি এইচটিসি তাদের ইউ সিরিজে নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন আনতে চলেছে। এইচটিসি তাদের নতুন হাইএন্ড ইউ12 এর পর্দা তুলে নিয়ে ফোনটি আন্তর্জাতিক স্তরে পেশ করে দিয়েছে। এইচটিসি ইউ12+ এখন আন্তর্জাতিক মঞ্চে অফিসিয়াল হয়েছে যা খুব তাড়াতাড়ি ভারতসহ অন‍্যান‍্য দেশে লঞ্চ হবে। জেনে নেওয়া যাক এইচটিসির এই হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইসটি সম্পর্কে।

এইচটিসি ইউ12+ অত‍্যাধুনিক বেজল লেস ডিজাইনে বানানো। এতে 2,880 × 1,440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 ইঞ্চির সুপার এলসিডি স্ক্রিন আছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। ফোনটিতে অ্যান্ড্রয়েড আধারিত এইচটিসি সেন্স ইউআই আছে যার সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য আছে অ্যাড্রিনো 630 জিপিইউ।

কোম্পানির পক্ষ থেকে এইচটিসি ইউ12+ এ 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। ইন্টারনাল মেমরির দিক থেকে ফোনটির দুটি ভেরিয়েন্ট আছে, একটি 64 জিবি ও অপরটি 128 জিবি। ফোটোগ্রাফির জন‍্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল আলট্রাপিক্সেল 4 এবং 16 মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য আছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা। ফোনটির ক‍্যামেরা এআই টেকনিকে বানানো অর্থাৎ এআই স্পিকার ফিচার সাপোর্ট করে।

6 ইঞ্চির বেজল লেস স্ক্রিন, 3 জিবি র‍্যাম এবং ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোমিও এক্স1 নোট, দাম মাত্র 9,999 টাকা

এইচটিসি ইউ12+ ফোনটি অন‍্যান‍্য ইউ সিরিজ ফোনের মত স্কুইজ ফিচারযুক্ত। এই ফোনটিতে আইপি68 রেটিং আছে যা একে ধূলো এবং জল থেকে বাচায়। সব বেসিক কানেক্টিভিটির সঙ্গে এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। বেশি পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে যা কুইক চার্জ 3 0 টেকনিকে চার্জ হয়।

আন্তর্জাতিক বাজারে এইচটিসি ইউ12+ এর 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 799 ইউএস ডলার। এবং 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 899 ইউএস ডলার রাখা হয়েছে। ভারতের দরে এর দাম যথাক্রমে 54,600 টাকা ও 61,400 টাকা। রঙের দিক থেকে এর দুটি ভেরিয়েন্ট, ব্ল‍্যাক এবং রেড। ভারতে ফোনটি কবে পাওয়া যাবে সে ব‍্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here