OTT সাবস্ক্রিপশন সহ BSNL প্ল্যানের লিস্ট, ফ্রি কল ও ডেটার সঙ্গেই পাওয়া যাবে বিনোদনের সম্ভার

এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভিআই এর মতো বিএসএনএলও বেশ কিছু প্রিপেইড রিচারজ প্ল্যান পেশ করেছে। এই রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে বেশ কিছু ফ্রি OTT সাবস্ক্রিপশন দেওয়া হয়। যেসব ইউজাররা BSNL ব্যাবহার করেন এবং OTT রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট অপশন হতে পারে। এই পোস্টে BSNL এর এমন কিছু প্ল্যানের ডিটেইলস জানানো হল যেগুলি রিচার্জ করে ফ্রি ভয়েস কল ও ডেটা সহ বিনামুল্যে ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

BSNL এর টপ OTT রিচার্জ প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
BSNL Rs. 98 প্রতিদিন 2GB ডেটা, ইরোস নাও সাবস্ক্রিপশন 22 দিন
BSNL Rs. 247 আনলিমিটেড কল, প্রতিদিন 3GB ডেটা, ইরোস নাও এবং BSNL Tunes 30 দিন
BSNL Rs. 429 প্রতিদিন 1GB ডেটা, 100 SMS, আনলিমিটেড কল, ইরোস নাও সাবস্ক্রিপশন 81 দিন
BSNL Rs. 447 BSNL Tunes এবং ইরোস নাও সাবস্ক্রিপশন, আনলিমিটেড কল, মোট 100GB ডেটা 60 দিন
BSNL Rs. 1,999 সং চেঞ্জ, লোকধুন কন্টেন্ট ও ইরোস নাও সাবস্ক্রিপশন, আনলিমিটেড কল, প্রতিদিন 3GB ডেটা, 365 দিন

 

BSNL 98 টাকা দামের রিচার্জ প্ল্যান

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 22 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ ভ্যালিডিটি থাকাকালীন ইউজাররা 44GB ডেটা উপভোগ করতে পারবে। এই প্ল্যানে ফ্রি EROS Now সাবস্ক্রিবশন, এর সাহায্যে অসাধারণ ফিল্ম দেখা যাবে।

BSNL 247 টাকা দামের রিচার্জ প্ল্যান

BSNL এর এই রিচার্জ প্ল্যানে অসাধারণ বেনিফিট পাওয়া যায়। এই প্ল্যানে লোকাল এবং এসডিটি নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন 3GB ডেটা সুবিধা দেওয়া হয়। প্রতিদিন ডেটা শেষ হওয়ার পর 80Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। এই রিচার্জ প্ল্যানটিতে 30 দিনের ভ্যালিডিটি সহ Eros Now এবং BSNL Tunes ফ্রি সাবস্ক্রিবশন উপভোগ করা যায়।

BSNL 429 টাকা দামের রিচার্জ প্ল্যান

BSNL এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে দিল্লি এবং মুম্বাই সহ যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা এবং প্রতিদিন ফ্রি 100 SMS বেনিফিট দেওয়া হয়। এছাড়া এই রিচার্জ প্ল্যানটিতে 81 দিনের ভ্যালিডিটি সহ Eros Now ফ্রি সাবস্ক্রিবশন উপভোগ করা যায়।

BSNL 447 টাকা দামের রিচার্জ প্ল্যান

447 টাকা দামের রিচার্জ প্ল্যানে 60 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে Eros Now এবং BSNL Tunes ফ্রি সাবস্ক্রিবশন উপভোগ করা যায়। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS বেনিফিট দেওয়া হয়। এছাড়া আনলিমিটেড 100GB হাই-স্পীড ডেটা সুবিধা পাওয়া যায়।

BSNL 1,999 টাকা দামের রিচার্জ প্ল্যান

BSNL PV999 প্রিপেইড রিচার্জ প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। দীর্ঘ সময়ের এই প্ল্যানে অনেক বেনিফিট অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে সারা দেশ জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 3GB ডেটা সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ডেটা শেষ হওয়ার পর 80Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। এছাড়া এই প্ল্যানে পুরো বছরের জন্য আনলিমিটেড সং চেঞ্জ, লোকধনু কন্টেট এবং ইরোস নাও সাবস্ক্রিপশন সহ ফ্রি PRBT বেনিফিট পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here