বর্তমানে Infinix তাদের Hot 50 5G ফোনটির জন্য শিরোনামে ছেয়ে রয়েছে। এই ফোনটি সম্পর্কে এত সমালোচনার কারণ হল ব্র্যান্ড মাত্র 8,999 টাকা প্রাথমিক দামে 16GB পর্যন্ত RAM, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো ইভিন্ন অসাধারণ ফিচার দিচ্ছে। আজ থেকেই শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের সেল শুরু হয়েছে। Infinix Hot 50 5G ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Hot 50 5G ফোনের দাম, অফার এবং সেল
- Infinix Hot 50 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 9,999 এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে।
- আজ দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। লঞ্চ অফার হিসাবে ফোনটির দামে অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- এর ফলে ইউজাররা ফোনটির বেস মডেল মাত্র 8,999 টাকা এবং টপ মডেল মাত্র 9,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।
- ব্যাঙ্ক অফার ছাড়াও এই ফোনটি ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে এবং ফোনটির সঙ্গে এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
- Infinix Hot 50 5G ফোনটি স্লিক ব্ল্যাক, ভাইব্রেন্ট ব্লু, সেজ গ্রীন এবং ড্রিমি পার্পল কালারে সেল করা হবে।
ফ্লিপকার্ট অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন
Infinix Hot 50 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে
- Dimensity 6300 প্রসেসর
- 8GB RAM + 128GB স্টোরেজ
- 8GB পর্যন্ত Virtual RAM
- 48MP রেয়ার ক্যামেরা
- 5000mAh ব্যাটারি
- IP54 রেটিং
- Android 14
ডিসপ্লে: Infinix Hot 50 5G ফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 93.9% স্ক্রিন টু বডি রেশিও এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: Infinix Hot 50 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ দুটি মডেলে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত Virtual RAM দেওয়া হয়েছে। যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: Infinix Hot 50 5G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 48MP Sony IMX582 প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও ফোনটিতে AI চার্জ প্রোটেকশন, পাওয়ার ম্যারাথন, স্মার্ট মোড, আলট্রা পাওয়ার সেভিং মোডের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য: Infinix Hot 50 5G ফোনটিতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম 5G, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ডায়নামিক বার ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন রয়েছে।
অপারেটিং সিস্টেম: Infinix Hot 50 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ কাজ করে।