ভারতে লঞ্চ হল হুয়াইয়ের মেট সিরিজের নতুন ফোন, 8 জিবি র‍্যামের এই ফোনের স্পেসিফিকেশন শুনলে অবাক হতে হয়

হুয়াই কোম্পানি ভারতীয় বাজারে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি একদম নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল। হুয়াইয়ের আন্তর্জাতিক মঞ্চে হিট হ‌ওয়া মেট সিরিজ ভারতে লঞ্চ করা হয়েছে। মেট সিরিজের সূচনা কোম্পানি মেট 20 প্রো ফোনটির মাধ্যমে করে। এই ফোনটি স্মার্টফোন ইউজার ও টেক প্রেমীদের কাছে একদম নতুন তার ওপর ফোনটি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হ‌ওয়ার এক মাস‌ও হয়নি। হুয়াই মেট 20 প্রোতে সুন্দর লুক ও ডিজাইনের সঙ্গে সঙ্গে অসাধারণ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

1,25,000 টাকা দামে লঞ্চ হবে স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন

হুয়াই মেট 20 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ। ফোনটির ব‍্যাক প‍্যানেলে চারকোণা আকারে ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল্যাশ লাইট আছে। এই ফোনে 40 মেগাপিক্সেল + 20 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে লেইকা লেন্সযুক্ত করেছে যা উন্নত পিকচার কোয়ালিটির জন্য প্রসিদ্ধ। এটি 3এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। ক‍্যামেরার সঙ্গে ওআইএস ও ইআইএস সাপোর্টও পাওয়া যাবে। এতে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে যা এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। এই ফ্রন্ট ক‍্যামেরা ফেস রেকগনেশন ফিচারযুক্ত।

হুয়াই মেট 20 প্রোর অন‍্যান‍্য স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখযোগ্য, ল ফোনটি ডুয়েল কার্ভ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 87 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওসহ পেশ করা হয়েছে। মেট 20 প্রোতে 1440 × 3120 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির কোয়াড‌এইচডি ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিন দাগ থেকে বাঁচানোর জন্য কোম্পানি এর ফ্রন্ট প‍্যানেলে এক্সট্রা লেয়ার দিয়ে প্রোটেক্ট করেছে। মেট 20 প্রোর ডিসপ্লেতে দেওয়া নচে সেলফি ক‍্যামেরার সঙ্গে অন‍্যান‍্য সেন্সর দেওয়া হয়েছে।

4 জিবি র‍্যাম ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল “এক্স পেন” যুক্ত নোট 5 স্টাইলস

হুয়াই মেট 20 প্রোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ইমোশন ইউআই 9.0 যুক্ত। হুয়াই মেট 20 প্রো কিরীন 980 চিপসেটে কাজ করে। ভারতে মেট 20 প্রো 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে। হুয়াই মেট 20 প্রোর সঙ্গে মেট 20 আর‌এস পোর্শ ডিজাইন মডেল‌ও ভারতে লঞ্চ করেছে যা 8 জিবি র‍্যামের সঙ্গে 512 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত।

মেট 20 প্রো একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির সঙ্গে এতে 3ডি ফেশিয়াল রেকগনেশন ফিচারের সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন বডির বাইরে থেকে দেখা যায় না। হুয়াই মেট 20 প্রো আইপি রেটিঙের সঙ্গে লঞ্চ করেছে যা একে ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ বানায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভিভো আনতে চলেছে ডুয়েল ডিসপ্লেওয়ালা ফোন, লঞ্চের আগেই ফোটো হল লিক

কোম্পানি হুয়াই মেট 20 প্রো 69,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি 3 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেল শুরু হবে। হুয়াই মেট 20 প্রো ক্রোমা স্টোর থেকেও স্পেশাল বান্ডিল অফারে আকর্ষণীয় বেনিফিটের সঙ্গে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত মেট 20 আর‌এস পোর্শ ডিজাইন মডেলের দাম এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই ফোনটির‌ও সেল শুরু হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here