1,25,000 টাকা দামে লঞ্চ হবে স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন

স‍্যামসাঙের ফোল্ডেবল সম্পর্কে আলোচনা কোনো নতুন বিষয় নয়। প্রায় এক বছরের‌ও বেশি সময় ধরে স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসছে। তবে এখন আর স‍্যামসাঙের স্বপ্ন পূরণ হতে ও অজস্র টেক প্রেমী ও স‍্যামসাং ফ‍্যানদের অপেক্ষা শেষ হতে বেশি দেরি নেই। তবে স‍্যামসাং ফ‍্যানদের স্বপ্নের দাম‌ও হবে লক্ষাধিক। কারণ স‍্যামসাঙের এই বিশেষ ডিভাইসের দাম এক লক্ষের‌ও বেশি হবে। স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে একটি নতুন রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি প্রায় 1,25,000 টাকা দামে লঞ্চ করা হবে।

4 জিবি র‍্যাম ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল “এক্স পেন” যুক্ত নোট 5 স্টাইলস

স‍্যামসাং এফ সিরিজের আগামী এই ফোল্ডেবল ফোনের দাম হবে 1,25,000 টাকা। একটি বিদেশি মিডিয়া রিপোর্ট স‍্যামসাং গ‍্যালাক্সি এফ ফোল্ডেবল ফোনের দাম জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাঙের এই ফোনের দাম হবে 2 মিলিয়ন ভন। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 1 লক্ষ 25 হাজার টাকার সমান। রিপোর্টে বলা হয়েছে ফোনটি আগামী বছর অর্থাৎ 2019 সালের শুরুতে আয়োজিত এমডব্লিউসিতে স‍্যামসাং তাদের এই ফোনটি লঞ্চ করে টেক জগতের সামনে পেশ করতে পারে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এফ সিরিজের এই ফোল্ডেবল ফোনের মডেল নাম্বার এই রিপোর্টে এস‌এম‌এফ900ইউ বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোনের জন্য একটি একদম নতুন ইউজার ইন্টারফেস বানাচ্ছে যা যথেষ্ট ইউনিক হবে। এই ইউআইএর জন্য স‍্যামসাং গুগলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। বলা হচ্ছে স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোনে 512 জিবি ইন্টারনাল মেমরি দেবে। লিক অনুযায়ী এই ফোনে 7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা ভাঁজ হ‌ওয়ার পর 4 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লের রূপ নেবে।

ভিভো আনতে চলেছে ডুয়েল ডিসপ্লেওয়ালা ফোন, লঞ্চের আগেই ফোটো হল লিক

স‍্যামসাঙের বিশিষ্ট আধিকারিক ডি জে কোহ একটি ইন্টারভিউতে বলেন কোম্পানির এই ফোল্ডেবল ডিভাইস ট‍্যাবলেট ও ফোন দুটি রূপেই পেশ করা হবে। এই ডিভাইস ট‍্যাবলেটের আকারের হবে তবে ইউজার এটি ফোল্ড করে অর্থাৎ ভাঁজ করে একটি ফোনের আকারে পকেটে রাখতে পারবেন। কোহ এর বক্তব্য অনুযায়ী এই ফোল্ডেবল ফোন ইউজারদের মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট সহায়ক হবে। এর সঙ্গে এই ডিভাইসে পাতলা বডির সঙ্গে বড় ব‍্যাটারীও দেখা যাবে।

20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95

স‍্যামসাঙের কথা অনুযায়ী ফোনটি মাল্টিটাস্কিং এর সঙ্গে সঙ্গে ইজি পোর্টেবিলিটির সুবিধাও দেবে। অর্থাৎ একটি ট‍্যাবলেট হিসেবে এটি দিয়ে যে কোনো কাজও করা যাবে আবার একটি ফোনের আকারে পকেটে ভরে যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যাবে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যে আয়োজিত কোম্পানির বার্ষিক কনফারেন্সে স‍্যামসাং ফোনটি প্রদর্শন করতে পারে এবং আগামী বছরের মধ্যে লঞ্চও করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here