4 জিবি র‍্যাম ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল “এক্স পেন” যুক্ত নোট 5 স্টাইলস

আগস্ট মাসে স্মার্টফোন ব্র‍্যান্ড ইনফিনিক্স ভারতীয় বাজারে 4,500 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন ইনফিনিক্স নোট 5 লঞ্চ করে। ফোনটি এর বড় ব‍্যাটারী ও সুন্দর ডিজাইন ও লুকের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এবার কোম্পানি ফোনটির একটি অ্যাডভান্স ভার্সন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে। ইনফিনিক্সের তরফ থেকে আজ ভারতে তাদের নতুন ফোন নোট 5 স্টাইলস নামে লঞ্চ করা হয় যা 15,999 টাকা দামে সেল করা হবে।

ভিভো আনতে চলেছে ডুয়েল ডিসপ্লেওয়ালা ফোন, লঞ্চের আগেই ফোটো হল লিক

ইনফিনিক্স নোট 5 স্টাইলসের সঙ্গে স‍্যামসাঙের নোট ডিভাইসের মতো স্মার্ট পেন দেওয়া হয়েছে এবং কোম্পানি এর নাম রেখেছে “এক্স পেন”। পেনটি দিয়ে ফোন অপারেটের সঙ্গে সঙ্গে পেইন্টিং করা ও ডিজাইন করার সঙ্গে প্রেজেন্টেশন বানানো পর্যন্ত ব‍্যবহার করা যাবে। ইনফিনিক্স নোট 5 স্টাইলস সম্পূর্ণ মেটাল বডিতে তৈরি। এতে 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.93 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

ইনফিনিক্স নোট 5 স্টাইলস অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি23 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনে 4 জিবি র‍্যাম দিয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। উন্নত গ্ৰাফিক্সের জন্য ইনফিনিক্স নোট 5 স্টাইলসে মালী জি71 জিপিইউ দেওয়া হয়েছে।

20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95

ফোটোগ্ৰাফির জন্য ইনফিনিক্স নোট 5 স্টাইলসের ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে 16 মেগাপিক্সেলের রেয়ার ও সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। রেয়ার ক‍্যামেরা সেন্সর ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চার সাপোর্ট করে ও সেলফি ক‍্যামেরা এফ/2.0 অ্যাপার্চারযুক্ত। ইনফিনিক্স নোট 5 স্টাইলসে ডুয়েল সিমের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে।

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পর আসতে চলেছে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা, ডিসেম্বরে লঞ্চ হবে হুয়াইয়ের এই বিশেষ ফোন

ইনফিনিক্স নোট 5 স্টাইলসে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট 5 স্টাইলস আগামী 4 ডিসেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ কেনা যাবে। রিলায়েন্স জিও তাদের কাস্টমারদের জন্য এই ফোনের সঙ্গে 2,200 টাকার ক‍্যাশব‍্যাক ও 50 জিবি অতিরিক্ত ডেটার অফার দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here