HUAWEI টেক মঞ্চে নতুন রেকর্ড গড়ে বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন HUAWEI Mate XT লঞ্চ করেছে। এই ফোনটি পুর আনফোল্ড করলে প্রায় একটি ট্যাবলেটের আকার নেয়। জানিয়ে রাখি এর আগে টেকনো ট্রাই ফোল্ড স্মার্টফোন প্রকাশ্যে এনেছিল। তবে হুয়াই প্রথম এই ধরনের ফোন সাধারণ গ্রাহকদের জন্য পেশ করল। HUAWEI Mate XT Ultimate Design ফোনে সুন্দর লুকের সঙ্গে সঙ্গে বেশ কিছু সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের বিভিন্ন ডিটেইলস সম্পর্কে।
HUAWEI Mate XT ফোনের ছবি
HUAWEI Mate XT ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
ট্রাই ফোল্ড HUAWEI Mate XT ফোনটি পুর আনফোল্ড কলরে স্ক্রিন সাইজ 10.2 ইঞ্চির হয়ে যায়। এই স্ক্রিন সাইজের জন্য ফোনটি দেখতে অনেকটা ট্যাবলেটের মতো হয়। এটি এখনও পর্যন্ত কোনো ফোল্ডেবল ফোনে ব্যাবহৃত সবচেয়ে বড় স্ক্রিন। ফোনটির ইউনিক ডিজাইনের জন্য এই ফোনটিকে ভাঁজ করে 6.4 ইঞ্চি এবং 7.9 ইঞ্চির ফোন হিসাবেও ব্যাবহার করা যায়। এই স্ক্রিনে LTPO অ্যাডাপ্টিভঁ রিফ্রেশ রেট, 1440Hzহাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং OLED প্যানেল রয়েছে।
প্রসেসর
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। তিনটি মডেলে যথাক্রমে 16GB RAM এর সঙ্গে যথাক্রমে 256GB, 512GB এবং 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এতে Kirin 9000 থাকতে পারে। এই ফোনটি HarmonyOS 4.2 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
ক্যামেরা
HUAWEI Mate XT ফোনে ফটোগ্রাফির জন্য OIS সহ 1/1.56-ইঞ্চি মাপের 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5.5x অপটিক্যাল জুম সহ 12MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই সেটআপের চতুর্থ সেন্সরটি XMAGE ফিচার সহ একটি ফোকাস সেন্সর। এছাড়া এই ফোনে সেলফি ওঁ ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
HUAWEI Mate XT ফোনের প্রতিটি ফোল্ডিং পার্টের পেছনে একটি করে ব্যাটারি প্যাক রয়েছে। এই ফোনে মোট 5,600mAh ব্যা50Wটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 66W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ওজন এবং ডায়মেনশন
এই ফোনের সিঙ্গেল স্ক্রিন ডায়মেনশন 156.7mm (লম্বা) × 73.5mm (চওড়া) × 12.8mm (থিকনেস)। একইভাবে ডুয়েল স্ক্রিন ডায়মেনশন 156.7mm (লম্বা) × 143mm (চওড়া) × 7.45mm/4.75mm (থিকনেস)। ফোনটি পুরোপুরি আনফোল্ড করলে ডায়মেনশন হয় 156.7mm (লম্বা) × 219mm (চওড়া) × 3.6mm/3.6mm/4.75mm (থিকনেস)। এই ফোনটির ওজন 298 গ্রাম।
অন্যান্য
এই ফোনে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 5.2 LE, GPS (L1 + L5 ডুয়েল ব্যান্ড), NFC, USB 3.1 টাইপ-C (GEN1) পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
HUAWEI Mate XT ফোনের দাম
- চীনে লেটেস্ট Huawei Mate XT ট্রাই ফোল্ড ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- ফোনটির 16GB+256GB মডেলের দাম 2,19,99 ইউয়ান অর্থাৎ প্রায় 2,59,600 টাকা রাখা হয়েছে।
- 16GB+512GB সহ ফোনটির মিড মডেলের দাম রাখা হয়েছে 1,99,99 ইউয়ান অর্থাৎ প্রায় 2,35,00 টাকা।
- 16GB+1TB সহ এই ফোনের টপ মডেল 2,39,99 ইউয়ান অর্থাৎ প্রায় 2,83,100 টাকা দামে পেশ করা হয়েছে।
- Huawei Mate XT ফোনটি ব্ল্যাক এবং রেড কালারে পেশ করা হয়েছে। ইতিমধ্যে এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে।