আপনি কি OLA Electric Scooter কিনতে ইচ্ছুক? জেনে নিন আগামী সেলের ডেট আর টাইম

যদি আপনিও এরকম ব‍্যক্তি হয়ে থাকেন যিনি OLA Electric Scooter কেনার চেষ্টা করছিলেন, কিন্তু এটিকে কিনতে পারেননি তাহলে চিন্তা করবেন না। কোম্পানি 1 নভেম্বর নিজের Ola S1 আর S1 Pro electric scooters এর বিক্রি শুরু করবে। নিজের ওয়েবসাইটে গন্ডগোল হ‌ওয়ার পরে ওলা ইলেকট্রিক 15 সেপ্টেম্বর গ্রাহকদের জন্য এই ইলেকট্রিক স্কুটারে‌র সেল শুরু করেছিল। এই সেল শুরুর পরে ওলা ইলেকট্রিক বলেছে যে তারা শুধুমাত্র দুই দিনে 1,100 কোটি টাকার ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে যা নিজে থেকেই একটি রেকর্ড তৈরি হয়ে গেছে।

Ola Electric Scooter Price

Ola S1 আর S1 Pro ইলেকট্রিক স্কুটারে‌র কথা বললে গুজরাটে ওলা ইলেকট্রিক স্কুটার সবচেয়ে সস্তা, যেখানে S1 এর দাম 79,999 টাকা আর S1 Pro এর দাম 1,09,999 টাকা। আবার দিল্লিতে S1 এর দাম 85,099 টাকা আর S1 Pro এর দাম 1,10,499 টাকা।

এছাড়া রাজস্থানে S1 এর দাম 89,968 টাকা আর S1 Pro এর দাম 1,19,138 টাকা মহারাষ্ট্রে এই স্কুটারে‌র দাম যথাক্রমে 94,999 টাকা আর 1,24,999 টাকা। এই চারটি রাজ‍্য ছাড়া বাকি রাজ‍্যে Ola S1 আর S1 Pro এর দাম যথাক্রমে 99,999 টাকা আর 1,29,999 টাকা। অন‍্যান‍্য রাজ‍্যের সরকার ইলেকট্রিক ভেহিকেলে আপাতত কোনো রকমের ছাড় দেয়নি।

OLA Electric Scooter EMI

যদি আপনিও ওলা ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাহলে কোম্পানির ওয়েবসাইটে বা ফোনে OLA অ্যাপে যেতে পারে‌ন। সেখানে আপনি একবারে পুরো পেমেন্ট অথবা ফাইনান্স (Finance Option) পছন্দ করার অপশন পাবেন। এর মানে হলো যে আপনি যদি লোন নিয়ে কিনতে চান তাহলে আপনাকে ব‍্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব‍্যাঙ্ক, এইচডি‌এফসি ব‍্যাঙ্ক, আইসিআইসিআই ব‍্যাঙ্ক, জানা স্মল ফাইনান্স ব‍্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা প্রাইম, টাটা ক‍্যাপিটাল আর ইয়েস ব‍্যাঙ্ক এর মধ্যে থেকে পছন্দ করতে হবে।

ওলা এস1 এর নুন‍্যতম ইএম‌আই 2,999 টাকা থেকে শুরু হয়, আবার এস1 প্রো এর ইএম‌আই 3,199 টাকা থেকে শুরু হয়। আপনাকে 48 মাসে লোন শোধ করতে হবে। কিন্তু ব‍্যাঙ্কের লোনের স্কিমের অনুযায়ী ইএম‌আই এর অংকটি বাড়তেও পারে।

OLA Electric Scooter এর টপ স্পীড

স্কুটারটি মাত্র 3 সেকেন্ডেই 0 থেকে 60 কিলোমিটার প্রতিঘন্টার দ্রুততা ধরতে সক্ষম। এর টপ স্পীড 115 কিলোমিটার প্রতিঘন্টা। এইটুকু‌ই না এই স্কুটারে তিনটি আলাদা-আলাদা ড্রাইভিং মোড দেওয়া আছে, যার মধ্যে নর্মাল, স্পোর্ট আর হাইপার মোড আছে। Ola S1 স্কুটারে 121 km এর রেঞ্জ আর 90 কিমি প্রতিঘন্টার দ্রুততা পাওয়া যায়। এর সাথেই Ola S1 Pro এ 181 কিমির রেঞ্জ আর 115 kmph এর টপ স্পীড পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here