26 ডিসেম্বর চীনে লঞ্চ হবে Huawei Nova 12 সিরিজ, দেখে নিন ডিজাইন

Huawei তাদের Nova 12 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই সিরিজে নোভা 12 লাইট, নোভা 12, নোভা 12 প্রো এবং নোভা 12 আলট্রা নামের ডিভাইস পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি তাদের নতুন টিজারে তারিখ ও ডিজাইন শেয়ার করেছে। এই সিরিজ আগামী 26 ডিসেম্বর চীনে লঞ্চ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Huawei Nova 12 সিরিজের লঞ্চ ডেট এবং ডিজাইন

  • নতুন টিজার ভিডিওর পাশাপাশি কোম্পানি Huawei Nova 12 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে।
  • আগামী 26 ডিসেম্বর চীনের সময় অনুযায়ী দুপুর 12টার সময় এই সিরিজ পেশ করা হবে।
  • এই ফোন সিগনেচার ব্লু কালারে দেখানো হয়েছে।
  • এই সিরিজে নোভা 12 লাইট, নোভা 12, নোভা 12 প্রো এবং নোভা 12 আলট্রা নামের ফোন পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • Huawei Nova 12 সিরিজের ফোনের ব্যাক প্যানেলে ইউনিক ডিজাইন দেখা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা মডিউলের মধ্যে একটি রিঙে ক্যামেরা সেন্সর এবং সেটির বাইরে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
  • নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেখা গেছে।

Huawei Nova 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Huawei Nova 12 সিরিজের ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এতে OLED প্যানেল থাকতে পারে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: Huawei Nova 12 ফোনে 4G কানেক্টিভিটি সহ স্ন্যাপড্রাগন 778জি চিপসেট থাকতে পারে। অন্যদিকে Huawei Nova 12 Pro এবং Huawei Nova 12 Ultra ফোনে Kirin 9000s প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: এই সিরিজের ফোনগুলিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। প্রো এবং আলট্রা মডেলে ওআইএস ফিচার, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2X অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নোভা 12 ফোনে 66 ওয়াট ফাস্ট চার্জিং এবং প্রো ও আলট্রা মডেলে 100 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here