হুয়াই এবছর ভারতে হুয়াই নোভা 3 ও নোভা 3 লাইট ফোন লঞ্চ করে। এবার কোম্পানি এই ফোনগুলির আপগ্ৰেডেড মডেল নোভা 4 পেশ করল। ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হলেও খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। কোম্পানি ফোনটির দুটি ভেরিয়েন্ট পেশ করেছে। দুটি মডেলের মূল পার্থক্য এর ক্যামেরায়। নোভা 4 বিশ্বের প্রথম 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন। এই ফোনে স্যামসাং গ্যালাক্সি এ8এসের মতো হোল নচ ডিসপ্লে দেখা যাবে।
হুয়াই নোভা 4 এর দুটি মডেলের রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটি ফোনে 48 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের সেটআপ আছে। এতে মূল সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারের যা অটোফোকাসের কাজ করে। দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত যা ওয়াইড অ্যাঙ্গেলের কাজ করে। তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত যা ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে।
দ্বিতীয় ফোনটির প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 20 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। অপর দুটি সেন্সর 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের। ফোনে হুয়াইয়ের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। এছাড়া এতে এইচডিআর ও 10এক্স জুম দেওয়া হয়েছে। ফোনে সেলফির জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
এই ফোনে 6.41 ইঞ্চির 1080 × 2310 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি হুয়াইয়ের হাই সিলিকন কিরীন 970 চিপসেটে কাজ করে এবং এতে 2.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি72 জিপিইউ দেওয়া হয়েছে।
এই ফোনে 8 জিবি র্যাম দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি মেমরি আছে। এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে না। এই ফোনে ইমোশন ইউআই 9.0 যুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাই কাজ করে।
হুয়াই নোভা 4 এ কোম্পানি 3,750 এমএএইচ ব্যাটারী দিয়েছে যা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডুয়েল সিম এই ফোনটি 4জি ভোএলটিইর সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস সাপোর্ট করে। চীনে এর প্রাথমিক দাম 3,099 ইউয়ান রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 30,000 টাকা।