17 ডিসেম্বরে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম স্মার্টফোন যার ডিসপ্লের মধ‍্যেই থাকবে সেল্ফি ক‍্যামেরা

হুয়াইকে নিয়ে গত সপ্তাহেই একটি লিক প্রকাশ‍্যে আসে যাতে কোম্পানির এমন একটি ফোনের ফোটো দেখা যায় যার ফ্রন্ট প‍্যানেলে থাকা সেল্ফি ক‍্যামেরা কোনো নচ বা বেজলে নেই বরং ডিসপ্লেতে থাকা একটি ছোট্ট ‘হোল’ এ আছে। এই লিকে এইটুকু খবর পাওয়া গিয়েছিল হুয়াইয়ের এই ফোনটি ডিসেম্বর মাসেই সামনে এসে যাবে কিন্তু ফোনের লঞ্চ ডেট এবং ফোনটির নাম সম্পর্কিত কোনো তথ‍্য ছিল না। আবার এখন হুয়াইয়ের অধিকারিক স্তর থেকে বলে দেওয়া হয়েছে যে এই ইন ডিসপ্লে সেল্ফি ক‍্যামেরা ফোনটির নাম হুয়াই নোভা 4 হবে আর এটি 17 ডিসেম্বর টেক মঞ্চে প্রবেশ করবে।

স‍্যামসাঙের সুন্দর উপহার : গ‍্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনের দাম হল 3,000 টাকা কম

মাইক্রোব্লগিং সাইট ওয়াইবোর সাহায্যে হুয়াই তাদের এই আগামী স্মার্টফোনের নাম এবং লঞ্চ ডেটের অফিসিয়াল ঘোষণা করেছে। হুয়াই বলে দিয়েছে কোম্পানির আগামী এই স্মার্টফোনটি নোভা 4 নামের সাথে 17 ডিসেম্বর টেক মঞ্চে আসবে। 17 ডিসেম্বরে এই স্মার্টফোনটি চিনা বাজারে লঞ্চ করা হবে যা পরে বিশ্বের অন‍্য বাজারে প্রবেশ করবে। হুয়াই নোভা 4 এ ইন ডিসপ্লে সেল্ফি ক‍্যামেরা দেখতে পাওয়া যাবে যা ফোন বডি বা নচ ছাড়া ফোনের ডিসপ্লের মধ্যে থাকবে। এই ক‍্যামেরাটির চারদিকে ফোনের স্ক্রিন থাকবে।

ফোনের এই সেল্ফি ক‍্যামেরাটি ডিসপ্লের মাঝেই দেওয়া থাকবে। অর্থাৎ ফোনের ডিসপ্লের মধ্যেই একটি ছোট্ট ছিদ্র থাকবে আর এই ছিদ্রেই ফ্রন্ট ক‍্যামেরা লাগানো থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপটি ফোনের ফ্রন্ট প‍্যানেলের উপরে না থেকে ফোন স্ক্রিনের নিচে থাকবে। শোনা গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস ও এইরকম সেল্ফি ক‍্যামেরা যুক্ত হবে। কিন্তু হুয়াই আগেই কিস্তিমাত করে নিজের নোভা 4 এর সাথে বিশ্বের প্রথম ইন ডিসপ্লে সেল্ফি ক‍্যামেরা স্মার্টফোনের রেকর্ড নিজের নামে করতে সফল হয়েছে।

11ই ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামসহ আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

হুয়াই নোভা 4 এর স্পেশিফিকেশনের কথা বললে এখনো পর্যন্ত প্রকাশ‍্যে আসা লিক অনুযায়ী এই ফোনটি 6 জিবি এবং 4 জিবির দুইটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড পাই যুক্ত হবে এবং প্রসেসিং এর জন‍্য এতে কোম্পানির সবথেকে নতুন এবং শক্তিশালী চিপসেট কিরিন 980 দেওয়া যেতে পারে। কোম্পানির তরফ থেকে হুয়াই নোভা 4 সম্পর্কিত অন‍্য তথ‍্য এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। ফোনটির বাকি স্পেশিফিকেশন এবং দামের জন্য 17 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here