50 MP ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Huawei P40, ফিচার দেখে অবাক হতে হয়

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে গোটা বিশ্বের বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের লঞ্চ ইভেন্টের সঙ্গে সঙ্গে অনলাইন লঞ্চ পর্যন্ত বাতিল করে দিয়েছে। কিন্তু ইতিমধ্যে হুয়াই একটি অনলাইন ইভেন্ট আয়োজন করে Huawei P40 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এটি এই বছরের এত দিন পর্যন্ত বহু প্রতিক্ষিত স্মার্টফোন সিরিজগুলির মধ্যে অন‍্যতম। এই সিরিজে কোম্পানি Huawei P40, Huawei P40 Pro এবং Huawei P40 Plus নামে তিনটি স্মার্টফোন পেশ করেছে।

আরও পড়ুন: Realme এর ঘোষণা: স্মার্ট ব‍্যান্ডের পর এবার কোম্পানি আনতে চলেছে SmartWatch, দেখে নিন ডিজাইন

আমরা এই পোস্টে Huawei P40 5G এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কথা বলব। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Black, Deep Sea Blue, Ice White, Silver Froast এবং Blush Gold এই পাঁচটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

অসাধারণ ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের Huawei P40 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের RYYB আল্ট্রা ভিশন ওয়াইড সেন্সর, 3× অপ্টিক‍্যাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলিঙের জন্য কোম্পানি এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের এফ‌এফ ক‍্যামেরা সেন্সর দিয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে আইআর ডেপ্থ ও জেসচার ক‍্যামেরা প্রো বোকে সেন্সর আছে। এছাড়া এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে অ্যাম্বিয়েন্ট ও প্রক্সিমিটি সেন্সর আছে।

আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Redmi K30 Pro, লঞ্চ হবে POCO F2 হিসেবে

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Huawei P40 ফোনটি 6.1 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ডিসপ্লে 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত। প্রো ভার্সন হিসেবে Huawei P40 তে কিরীন 990 5জি চিপসেট দেওয়া হয়েছে। এটি একটি 5জি হ‌ওয়া ছাড়াও এই চিপসেটে 7 ন‍্যানোমিটার ও EUV টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। 990 4G চিপসেটটি পুরোনো 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি করা হয়।

কোম্পানির পক্ষ থেকে Huawei P40 তে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 22.5 ওয়াট ফাস্ট ওয়‍্যার চার্জিং সাপোর্টেড 3,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম

Huawei P40 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 799 ইউরো (প্রায় 67,149 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আগামী 7 এপ্রিল থেকে ফোনটির সেল শুরু করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানি তাদের Huawei P40 সিরিজের সঙ্গে সঙ্গে Huawei Watch GT 2 এবং GT 2e ঢিভাইস দুটিও পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here