ভারতে আসতে চলেছে Redmi K30 Pro, লঞ্চ হবে POCO F2 হিসেবে

চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি শাওমি কিছু দিন আগে চীনে তাদের রেডমি ব্র‍্যান্ডে হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত Redmi K30 Pro লঞ্চ করেছিল। ফোনটি টেক মঞ্চে পা রাখার পর থেকেই ভারতীয় শাওমি ফ‍্যানরা ফোনটি ভারতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোম্পানি অফিসিয়ালি ইউজারদের কোনো ম‍্যাসেজ না দিলেও ইতিমধ্যে মোবাইল ইউজারদের প্রশ্নের উত্তর অনেকাংশে পাওয়া গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। Redmi K30 Pro সম্পর্কে একটি ফাইল সামনে আসায় মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে। কিন্তু এর চেয়েও বড় এবং অবাক করা বিষয় হল ভারতে ফোনটি কোম্পানির ভারতে রেডমি ব্র‍্যান্ডের হয়ে নয় বরং POCO ব্র‍্যান্ডের অন্তর্গত লঞ্চ করা হবে।

আরও পড়ুন: হরিয়ানায় ব্লাস্ট হল Realme 5, একটুর জন্য বেঁচে গেলেন ইউজার

এক্সডিএ ওয়েবসাইটের পক্ষ থেকে Redmi K30 Pro এর ভারতে লঞ্চ সম্পর্কিত এই তথ্য জানা গেছে। একজন এক্সডিএ মেম্বার মিইউআই 11 বেটা ভার্সনে ক‍্যামেরা অ্যাপের কিছু কোডিং পেয়েছেন যেখানে Redmi K30 Pro এর ইন্ডিয়ান ভার্সনের উল্লেখ করা আছে। এখানে ফোনটি ‘Imiin’ কোডনেমের সঙ্গে কোডিঙে লেখা হয়েছে। এছাড়া মিইউআই ক‍্যামেরা কোডে ক‍্যামেরার ওয়াটারমার্ক‌ও আছে যেখানে ‘SHOT ON POCOPHONE’ লেখা আছে। এই কোডিং দেখে মনে করা হচ্ছে  Redmi K30 Pro ফোনটি ভারতে POCO ব্র‍্যান্ডে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে এদেশে Redmi K30 Pro ফোনটিই POCO F2 নামে লঞ্চ করা হতে পারে।

Xiaomi Redmi K30 Pro 

Redmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom Edition এর স্পেসিফিকেশন অনেকটা এক‌ইরকম। দুটি ফোনের ক‍্যামেরা এবং র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে কিছু মামুলি পার্থক্য আছে। দুটি ফোনেই HDR10+ ফিচারযুক্ত সুপার এমোলেড প‍্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1200 নিটস এবং টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস। ফোনদুটিতে 6.67 ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লক ডাউনের সময় বাড়ি বসে বোর হচ্ছেন? বিনামূল্যে এই অ্যাপগুলি আপনাকে জুড়ে রাখবে আপনার বন্ধুদের সঙ্গে

Redmi K30 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি, 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরিসহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। অন‍্যদিকে Redmi K30 Pro Zoom Edition এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্ট আছে। দ্রুত গতিতে ফাইল ট্রান্সফারের জন্য এই ফোনে UFS 3.1 স্টোরেজ আছে। এই দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে লেটেস্ট মিইউআই ভার্সনযুক্ত যা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য দুটি ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

এই দুটি ফোনেই পপ আপ সেলফি ক‍্যামেরা এবং রেয়ার প‍্যানেলে গোল কোয়াড রেয়ার ক‍্যামেরা মডিউল আছে। Redmi K30 Pro এর ক্ষেত্রে 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরে 3× অপ্টিক‍্যাল জুম এবং ডুয়েল অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। এর সঙ্গে এই ফোনে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 30× জুম সাপোর্টেড ও ওআইএসযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের ক‍্যামেরা ইআইএস ও 8কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তবে Redmi K30 Pro Zoom Edition এ 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। দুটি ফোনেই সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

সোর্স 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here