4000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Huawei P40 Lite E

স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি Huawei ঘোষণা করে দিয়েছে তারা আগামী 26 মার্চ আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘পি40’ সিরিজ পেশ করবে। এই সিরিজে Huawei P40 এবং Huawei P40 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি কয়েক দিন আগে এই সিরিজের লাইট ভেরিয়েন্ট হিসেবে Huawei P40 Lite নামে একটি ফোন স্পেনে পেশ করেছিল। এবার এই সিরিজে Huawei P40 Lite E নামে একটি নতুন ফোন কোম্পানি পোল‍্যান্ডে লঞ্চ করেছে। বেশ কিছু দিন আগেই এই অসাধারণ লুক ও দারুণ স্পেসিফিকেশনযুক্ত ফোনটি হুয়াইয়ের পক্ষ থেকে তাদের গ্লোবাল ওয়েবসাইটে Y7P নামে লিস্টেড করা হয়েছিল।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy A21, লিক হল রেন্ডার

লুক ও ডিজাইন

Huawei P40 Lite E ফোনটি কোম্পানির পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। এই ফোনটি বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যার তিনদিকে লো বেজল এবং নিচের দিকে হালকা বডি পার্ট আছে। Huawei P40 Lite E এর স্ক্রিনের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এর মধ্যেই ফোনের সেলফি ক‍্যামেরা অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। এক‌ইভাবে Huawei P40 Lite E এর নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Huawei P40 Lite E তে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির এলসিডি আইপিএস এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9.1 যোগ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 710এফ চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি51 জিপিইউ আছে।

আরও পড়ুন: গেমিং ফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে চলে এল Black Shark 3 এবং 3 Pro, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 12 জিবি র‍্যাম

কোম্পানির ওয়েবসাইটে Huawei P40 Lite E ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ একটি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্রাফির জন্য Huawei P40 Lite E তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর আছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Huawei P40 Lite E তে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Huawei P40 Lite E তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটি Aurora Blue এবং Midnight Black কালার ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। পোল‍্যান্ডে Huawei P40 Lite E ফোনটি PLN 699 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দরে এই দাম প্রায় 13,500 টাকা। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here