সেল্ফির মাধ্যমে নিজের ফোটো তোলা সম্ভব, কিন্তু বাকি দুনিয়ার ফোটো রেয়ার ক্যামেরার মাধ্যমে তোলা যায়। Indian Gadget Awards 2021 এ বেস্ট ক্যামেরা সেটআপ মোবাইলের জন্য Best Camera Phone of 2021― Mainstream ক্যাটাগোরিকে পেশ করা হয়েছে, এই ক্যাটাগোরিতে Redmi Note 10 Pro Max, Moto G60, Realme 8s 5G, Samsung Galaxy A22 5G এবং Realme X7 5G স্মার্টফোন নমিনেটেড। এই স্মার্টফোন গুলির মাঝে Redmi Note 10 Pro Max ফোনটি বিজেতা হয়েছে এবং Samsung Galaxy A22 5G স্মার্টফোনটি রানারআপের শিরোনাম জিতে নিয়েছে।
Best Camera Phone of 2021 – Mainstream
Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি কোয়াড রেয়ার ক্যামেরা সাপোর্ট করে, এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.9 অ্যাপার্চারের 108 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL HM2 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটির ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.25 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
শাওমি রেডমি নোট 10 প্রো ম্যাক্স ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.67-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং 1200 নিটস ব্রাইটনেস এবং এইচডিআর-10 সহ টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন সাপোর্ট করে। এই ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 সহ মিইউআই 12 এর সাথে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের 8 এনএম টেকনোলজিতে তৈরি স্ন্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়া হয়েছে।
গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 618 জিপিইউ সাপোর্ট করে এবং 8 জিবি র্যাম সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির 5,020 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। Samsung Galaxy A22 5G স্মার্টফোনের কথা বলা হলে এই ফোনটি 48 এমপি প্রাইমারি + 5 এমপি আল্ট্রা ওয়াইড + 2 এমপি ডেপ্থ সেন্সরের ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে এবং এর সাথেই ফোনে 8 এমপির সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন