কিছু দিন আগে শাওমির ফোল্ডেবল ফোনের লিক ভিডিও সামনে আসে। এবার আরও একটি নতুন লিক ভিডিও ফাঁস হল। এই ভিডিও অন্য কেউ নয় বরং স্বয়ং কোম্পানির কো ফাউন্ডার লিন বিন তাঁর অফিসিয়াল ভিভো অ্যাকাউন্টে শেয়ার করেন। এই ভিডিওতে শাওমির ফোল্ডেবল ফোন দেখানো হয়েছে। তবে বিনের এই ভিডিওতে ফোনটির শুধুমাত্র ফাংশনাল সুপার ফ্লেক্সিবল স্ক্রিন দেখানো হয়েছে। কিন্তু ডিভাইসের অন্য কোনো তথ্য সম্পর্কে কিছু বলা হয়নি।
স্যামসাঙের সস্তা ফোন গ্যালাক্সি এ20 গীকবেঞ্চে হল লিস্টেড, 3 জিবি র্যামের সঙ্গে হল লঞ্চ
এই ভিডিওতে বিন বলেছেন শাওমির ডবল ফোল্ডিং মোবাইল খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম দুদিকে ভাঁজ হওয়া স্মার্টফোন হবে। তিনি বলেছেন এটি এখনও একটি ইঞ্জিনিয়ারিং মেশিন, যা সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি এই ভিডিওতে সবার ফিডব্যাক আশা করেছেন। তিনি বলেছেন ডিভাইসটি যদি জনগণের পছন্দ হয় তবে খুব তাড়াতাড়ি এটি পেশ করা হবে।
তিনি আরও বলেন এই ডিভাইসের একটি নাম দেওয়া প্রয়োজন, আপনার পছন্দের নাম কি? দুটি অপশন দেওয়া হচ্ছে: শাওমি ডুয়েল ফ্লেক্স ও শাওমি মিক্স ফ্লেক্স। এই 51 সেকেন্ডের ভিডিওতে ডিভাইসটি ভাঁজ হতে দেখা গেছে।
জিও বানাচ্ছে দেশি শপিং সাইট, আমাজন-ফ্লিপকার্টের জন্য কড়া টক্কর
এই ভিডিওতে আগে একটি বড় ট্যাবলেট দেখা যায়, এরপর বিন ফোনটি ফোল্ড করেন। ফোনটি দেখতে অনেকটা স্যামসাঙের ফোল্ডেবল ফোনের মতো। তবে শাওমির এই ডিভাইসের স্ক্রিন ডান ও বাঁ উভয় দিকে ভাঁজ করে পিছনের দিকে নেওয়া যায়। ভাঁজ করার পর ফোনটি যথেষ্ট কম্প্যাক্ট দেখায়।
প্রসঙ্গত এর আগে টুইটারে ইবন ব্লাস নামে এক লিকস্টার একটি ভিডিও শেয়ার করেন যেখানে শাওমির ফুল ফাংশনাল সুপার ফ্লেক্সিবল স্ক্রিন দেখানো হয়। তখন এর সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। ভিডিওতে একটি ম্যাপিং অ্যাপ দেখানো হয়েছিল।