260W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Infinix GT 10 Pro স্মার্টফোন

Highlights

  • Infinix GT 10 Pro স্মার্টফোনে 260W চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে।
  • এই মোবাইলে 200MP রেয়ার ক্যামেরা থাকতে পারে।
  • Infinix GT 10 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 9000 প্রসেসর থাকবে।

Infinix কোম্পানি সম্প্রতি তাদের ‘All Round FastCharge’ টেকনোলজি লঞ্চ করেছে। এই টেকনোলজি 260W Wired এবং 110W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিপোর্ট অনুযায়ী Infinix GT 10 Pro স্মার্টফোনটি এই টেকনোলজি সাপোর্ট সহ কোম্পানির প্রথম মোবাইল ফোনে হবে। এই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক রিপোর্টে সামনে এসেছে, যেখানে জানা গেছে যে এই ফোনে 200MP ক্যামেরাও থাকবে। আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A54 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix GT 10 Pro ফোনটির স্পেসিফিকেশন MSP ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সামনে আসা রিপোর্ট অনুযায়ী এই ফোনে 260W ফাস্ট চার্জিং টেকনোলজি দেখা যাবে। টিপস্টার পারস গুগলানির শেয়ার করা ডিটেইলস অনুযায়ী ওয়েবসাইটে জানানো হয়েছে যে এই ফোনটি এই বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে।

Infinix GT 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 260W ফাস্ট চার্জিং
  • 200MP রেয়ার ক্যামেরা
  • 12GB RAM + 256GB ROM
  • MediaTek Dimensity 9000

লিক রিপোর্ট অনুযায়ী Infinix GT 10 Pro স্মার্টফোনের সবচেয়ে বড় USP হবে 260W ফাস্ট চার্জিং টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে এই ফোনে 4,400mAh ব্যাটারি মাত্র 8 মিনিটে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে। তবে রিপোর্ট অনুযায়ী, Infinix GT 10 Pro স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। আরও পড়ুন: জেনে নিন আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

Infinix GT 10 Pro স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য একটি 200-মেগাপিক্সেল সেন্সর দেওয়া যেতে পারে, যা রেয়ার ক্যামেরা সেটআপে যুক্ত করা হবে। রিপোর্ট অনুযায়ী এই লেন্সটিতে OIS ফিচার থাকবে। এই আসন্ন Infinix মোবাইলটি একটি 6.8-ইঞ্চি বড় ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি পাঞ্চ-হোল স্টাইল যুক্ত হবে। হবে

Infinix GT 10 Pro স্মার্টফোনে প্রসেসিং এর জন্য MediaTek Dimensity 9000 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই 5G চিপসেটটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত যা ভীষণ ফাস্ট। GT 10 Pro স্মার্টফোনটি 12GB র‌্যাম মেমরি সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে, যার সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Realme C55 স্মার্টফোনের দাম, 21 মার্চ ভারতে লঞ্চ হবে এই লো বাজেট ফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here