32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A54 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • Samsung Galaxy A54 5G স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে।
  • এই ফোনটি 16 মার্চ ভারতের মার্কেটে লঞ্চ হবে।
  • Samsung Galaxy A54 5G স্মার্টফোনে 32MP ফ্রন্ট এবং 50MP ব্যাক ক্যামেরা রয়েছে৷

Samsung Galaxy A54 5G ফোনটি ভারতে 16 মার্চ লঞ্চ হবে। ভারতে এই ফোনটি লঞ্চ হওয়ার একদিন আগে কোম্পানি এই ফোনটিকে আন্তর্জাতিক মার্কেটে অফিসিয়াল করে দিয়েছে। Galaxy A54 5G ফোনের পাশাপাশি Galaxy A34 5G ফোনটিও পেশ করা হয়েছে। আজকের এই পোস্টে আপনাদের 32MP ফ্রন্ট এবং 50MP রেয়ার ক্যামেরা সাপোর্ট সহ Samsung Galaxy A54 5G স্মার্টফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: জেনে নিন আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

Samsung Galaxy A54 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.4″ FHD+ 120Hz AMOLED ডিসপ্লে
  • 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা
  • 8GB RAM + 256GBস্টোরেজ
  • 5,000mAh ব্যাটারি

Samsung Galaxy A54 5G স্মার্টফোনটি একটি পাঞ্চ-হোল স্টাইলযুক্ত ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে একটি 6.4-ইঞ্চি Full HD + রেজলিউশন স্ক্রিন রয়েছে, যা সুপার AMOLED প্যানেলে তৈরি এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে।এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজেল-লেস। Galaxy A54 5G এর ডায়মেনশন হল 158.2 X 76.7 X 8.2 mm এবং এর ওজন 202 গ্রাম।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A54 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ যুক্ত F / 1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F / 2.2 অ্যাপারচার যুক্ত 12-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার যুক্ত 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Realme C55 স্মার্টফোনের দাম, 21 মার্চ ভারতে লঞ্চ হবে এই লো বাজেট ফোন

Samsung Galaxy A54 5G স্মার্টফোনটি Android 13 বেসড OneUI 5.1-এ লঞ্চ করা হয়েছে যা Octacore প্রসেসরের সাথে কাজ করে। যদিও কোম্পানি এখনও এই ফোনের চিপসেট সম্পর্কে জানায়নি। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এই সবকটি মডেলে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যেতে পারে।

Samsung Galaxy A54 5G ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে, যেখানে 5G এবং 4G উভয়ই চালানো যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আন্তর্জাতিক মার্কেটে এই Samsung ফোনটি Awesome Lime, Awesome Graphite, Awesome Violet এবং Awesome White কালার অপশনে লঞ্চ করা হয়েছে যা ভারতেও পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে ভারতে এই ফোনটির দাম কত হবে সেটা তো আগামীকালই জানা যাবে। আরও পড়ুন: 8,000 টাকার কম বাজেটে শীঘ্রই লঞ্চ হবে itel কোম্পানির একটি নতুন স্মার্টফোন, দেখে নিন ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here