ওয়েবসাইটে লিস্টেড হল লো বাজেটের স্মার্টফোন, 6000mAh ব‍্যাটারীর সঙ্গে হবে লঞ্চ

লো বাজেটে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত কোম্পানি ইনফিনিক্স আগামী 19 এপ্রিল ভারতে Infinix Hot 10 Play নামের নতুন স্মার্টফোন পেশ করবে। অনেক দিন ধরেই কোম্পানির আরেকটি এন্ট্রি লেভেল স্মার্টফোন Infinix Hot 10i সম্পর্কেও শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে এই ফোনটি নিয়ে কোম্পানি কাজ করছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। Infinix Hot 10i ফোনটি ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইট এবং গুগল প্লে কনসোল ছাড়াও কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার ফোনটি এফসিসিতে দেখা গেছে। সার্টিফিকেশন সাইটে ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে এবং এর ব‍্যাটারী ক‍্যাপাসিটি ও চার্জিং স্পীড সম্পর্কেও বলা হয়েছে। 

FCC লিস্টিং

আপকামিং Infinix Hot 10i ফোনটি FCC সার্টিফিকেশন পেয়ে গেছে। এফসিসি লিস্টিং অনুযায়ী ফোনটির মডেল নাম্বার X659B হবে। তবে লিস্টিং থেকে ফোনের মার্কেটিং নাম জানা যায়নি। লিস্টিং অনুযায়ী Infinix Hot 10i (X659B) ফোনটিতে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,850 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। আবার কোথাও কোথাও বলা হয়েছে এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

Infinix Hot 10i এর ডিজাইন

ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় একটি রেক্ট‍্যাঙ্গুলার শেপের ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং এর নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ক‍্যামেরা মডিউলের শেপ দেখে মনে করা হচ্ছে এতে কমপক্ষে দুটি ক‍্যামেরা সেন্সর থাকবেই। ফোনের পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন ডানদিকের প‍্যানেলে দেওয়া হবে।

Google Play Console

গুগল প্লে কনসোলে Infinix-X658B মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখা গিয়েছিল। ফোনের স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। লিস্টিং থেকে আরও জানা গেছে এতে মিডিয়াটেক হেলিও এ20 চিপসেট ও 2 জিবি র‍্যাম থাকবে।

এছাড়া Infinix Hot 10i তে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের পিক্সেল ডেনসিটি 320 পিপিআই হবে বলে জানা গেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড 11 থাকবে। 

Infinix Hot 10i সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। এমনকি কোম্পানিও অফিসিয়ালিএই ফোনটির বিষয়ে কিছু জানায়নি। তবে এখনও পর্যন্ত বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে যাওয়ার ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here