Infinix ভারতীয় বাজারে তাদের Infinix Hot 50 5G স্মার্টফোন লঞ্চ করেছে। বেশ কিছু দিন ধরে এই স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশনের জন্য সমালোচনা হচ্ছিল। এবার ফোনটি ইউজারদের কাজে যাওয়ার জন্য প্রস্তুত। এই স্মার্টফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটিতে এক্সটেন্ডেড ফিচারের সাহায্যে 16GB RAM, 48MP AI ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 6300 প্রসেসর এর মতো মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 50 5G স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix Hot 50 5G এর দাম এবং সেল
- Infinix Hot 50 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।
- ফোনটির 4GB RAM +128GB স্টোরেজের দাম 9,999 টাকা রাখা হয়েছে।
- টপ মডেল 8GB RAM +128GB স্টোরেজের দাম 10,999 টাকা রাখা হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- 9 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Hot 50 5G স্মার্টফোনটির সেল শুরু হবে।
- এই ফোনটি স্লিক ব্ল্যাক, ভাইব্রেন্ট ব্লু, সেজ গ্রিন এবং ড্রিমি পার্পল এর মতো চারটি কালার অপশনে সেল করা হবে।
Infinix Hot 50 5G এর ছবি
Infinix Hot 50 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Infinix Hot 50 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী উপস্থিত অ্যাপ্লিকেশন অনুযায়ী 60, 90 এবং 120Hz রিফ্রেশ রেটের পারফরমেন্স পাওয়া যাবে। এই স্ক্রিনে 93.9 শতাংশ স্ক্রিন টু বডি রেশিয় এবং পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Infinix Hot 50 5G স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসারের মাধ্যমে ভালো ডাউনলোডিং স্পীড এবং গেমিঙের পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: নতুন Infinix Hot 50 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে 8GB পর্যন্ত এক্সটেন্ডেড ফিচারের সহযোগিতায় মোট 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Hot 50 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX582 ক্যামেরা লেন্স এবং AI লেন্স দেওয়া হয়েছে।এই ফোনটির ক্যামেরাতে 12টির বেশি মোড পাওয়া যাবে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 18ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে AI চার্জ প্রোটেকশন, পাওয়ার ম্যারাথন, স্মার্ট মোড, আলট্রা পাওয়ার সেভিং মোড এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য: Infinix Hot 50 5G ফোনটিতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই এবং ব্লুটুথ এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির বিশেষত্ব হল ডায়নামিক বার ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন রয়েছে। Infinix HOT 50 5G ফোনটিতে সেগমেন্ট-ফার্স্ট TUV SUD A লেভেল 60-মাসের ফ্লুয়েন্সি অ্যাসিউরেন্স যোগ করা হয়েছে। এর ফলে 5 বছর পর্যন্ত ক্রমাগত শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম: Infinix Hot 50 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কোম্পানির সহ XOS 14 কাজ করে।