মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও চারটি ক‍্যামেরার সঙ্গে Infinix Hot 7

টেক কোম্পানি Infinix গত মাসে ভারতে তাদের পোর্টফোলিও বড়ো করার উদ্দেশ্যে Hot 7 Pro লঞ্চ করেছিল। Infinix Hot 7 Pro 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছিল যার দাম 9,999 টাকা রাখা হয়েছিল। লঞ্চের সঙ্গে সঙ্গেই Infinix Hot 7 Pro ভারতের সবচেয়ে সস্তা 6 জিবি র‍্যামযুক্ত স্মার্টফোনে পরিণত হয়েছে যার রেকর্ড আজ পর্যন্ত অন‍্য কোনো ব্র‍্যান্ডের স্মার্টফোন ভাঙতে পারেনি। ভারতে ফোনের সংখ্যা আরও বাড়িয়ে কোম্পানি এবার Infinix Hot 7 লঞ্চ করেছে।

4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

Infinix Hot 7 আসলে গত মাসে লঞ্চ করা কোম্পানির Hot 7 Pro এর আরেকটি ভার্সন যা আলাদা র‍্যাম ও প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 15 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। Infinix Hot 7 মিডনাইট ব্ল‍্যাক, এক্কা ব্লু ও মোকা ব্রাউন কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

ডিজাইন ও লুক
লুকের দিক থেকে Infinix Hot 7 ফোনটি তার প্রো ভার্সনের মতোই দেখতে। কোম্পানির তরফ থেকে এই ফোনটিও রেগুলার নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লেতে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। Infinix Hot 7 মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি করা হয়েছে যার ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইট‌ও আছে। ব‍্যাক প‍্যানেলেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এর ঠিক নিচে Infinix এর ব্র‍্যান্ডিং অবস্থিত। ফোনটির ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন ডানদিকের প‍্যানেলে দেওয়া হয়েছে।

Airtel পেশ করলো দুর্দান্ত প্ল‍্যান, মাত্র 150 টাকার কম দামে পাওয়া যাবে 3 জিবি ডেটা

স্পেসিফিকেশন
Infinix Hot 7 কোম্পানির তরফ থেকে 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড 6.19 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এই ফোনটি এক্স‌ওএস 5.0 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.39 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি25 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Infinix Hot 7 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফির জন্য‌ও এতে ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ক‍্যামেরা সেট‌আপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে।

কোথায় পাবেন পুরোনো ফোনের জন্য সবচেয়ে বেশি দাম? জেনে নিন কিভাবে বেচবেন

Infinix Hot 7 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Infinix Hot 7 এ 4,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here