4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

Realme আগামী 15 জুলাই ভারতে একটি বড়ো ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে দুটি নতুন ফোন লঞ্চ করা হবে। কোম্পানি এইরিন তাদের প্রথম পপ-আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন Realme X এবং এই ফোনটির সঙ্গে লো বাজেট স্মার্টফোন Realme 3i স্মার্টফোন পেশ করবে। আমরা এর আগে Realme 3i ফোনটির ফ্লিপকার্টে লিস্ট হওয়ার কথা জানিয়েছিলাম। এবার ফোনটি লঞ্চের আগেই চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে।

Airtel পেশ করলো দুর্দান্ত প্ল‍্যান, মাত্র 150 টাকার কম দামে পাওয়া যাবে 3 জিবি ডেটা

Realme 3i ফোনটির এই বেঞ্চমার্কিং লিস্টিং 9 জুলাই অর্থাৎ গতকাল করা হয়েছে। এখানে ফোনটি RMX1827 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে এবং এম‌এসপি ওয়েবসাইট এটি স্পট করেছে। গীকবেঞ্চে Realme 3i এর সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে। গীকবেঞ্চের তথ্য অনুযায়ী Realme 3i ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হবে এবং এর সঙ্গে ফোনটি অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করবে।

গীকবেঞ্চে বলা হয়েছে Realme 3i তে 4 জিবি র‍্যাম দেওয়া হবে। আশা করা হচ্ছে কোম্পানি তাদের এই আগামী ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করবে। Realme 3i ফোনটি এই সার্টিফিকেশন সাইটে সিঙ্গেল কোরে 1420 ও মাল্টি কোরে 5070 গীকবেঞ্চ স্কোর পেয়েছে।

কোথায় পাবেন পুরোনো ফোনের জন্য সবচেয়ে বেশি দাম? জেনে নিন কিভাবে বেচবেন

ফ্লিপকার্ট লিস্টিং
Realme 3i এর জন্য ই-কমার্স সাইট ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ বানানো হয়েছে। এই পেজে একটি ওয়াটারড্রপ নচসহ ফোনের স্কেচ দেখানো হয়েছে। এই ফোটো দেখার পর বলা হচ্ছে Realme 3i কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হবে। Realme 3i ফোনটিকে কোম্পানি “স্মার্টফোনের চ‍্যাম্পিয়ন” আখ্যা দিয়েছে। এই প্রোডাক্ট পেজের তথ্য অনুযায়ী এই ফোন বড়ো ডিসপ্লে, পাওয়ারফুল ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে।

Realme 3 Pro
Realme 3 Pro ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। Realme 3 Pro অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কালার ওএস 6.0 যুক্ত। এই ফোনটি কোয়ালকমের 10 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে এবং এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এছাড়াও গ্ৰাফিক্সের জন্য এতে আছে অ্যাড্রিনো 616 জিপিইউ।

6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো 48 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo F11

Realme 3 Pro তে এআই বিউটি ফিল্টারযুক্ত 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ বোকে এফেক্টের সঙ্গে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। কোম্পানি এতে পিক্সেল বাইনিং টেকনোলজি যোগ করেছে যার ফলে এই ফোনের মেইন ক‍্যামেরা 64 মেগাপিক্সেল পর্যন্ত ফোটো তুলতে সক্ষম।

ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে Realme 3 Pro তে বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 3 Pro তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,045 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here