ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8

ভারতের এক নাম্বার স্মার্টফোন কোম্পানি Xiaomi কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত ফোন লঞ্চ করে এবং এই কারণেই Xiaomi প্রত‍্যেক বার সেলের নতুন রেকর্ড বানায়। তাদের ফোনের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি সাধারণত ফ্ল‍্যাশ সেলের মাধ্যমেই তাদের স্মার্টফোন বেচে। কিন্তু এখন নতুন বছর শুরুর আগে কোম্পানি তাদের ফ‍্যানদের একটি অসাধারণ উপহার দিয়ে ঘোষণা করেছে তাদের Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 ফোন তিনটি এখন যে কোনো সময় কেনা যাবে। এই তিনটি স্মার্টফোন এখন থেকে ভারতে ওপেন সেলের মাধ্যমে বেচা হচ্ছে।

আরও পড়ুন : BSNL নিয়ে এল বিশেষ নিউ ইয়ার অফার, জেনে নিনইউজাররা কি বেনিফিট পাবেন

Xiaomi ঘোষণা করেছে তাদের Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 ফোন তিনটি আজ থেকেই অনলাইন প্ল‍্যাটফর্মে ওপেন সেলের মাধ্যমে বেচা হবে। Redmi Note 8 Pro এবং Redmi Note 8 শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট আমাজনে চব্বিশ ঘন্টা সেল করা হবে। অন‍্যদিকে Redmi 8 ফোনটি মি ডট কম ছাড়া ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে যে কোনো সময় কেনা যাবে।

দাম

উল্লিখিত তিনটি ফোনের মধ্যে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Redmi Note 8 Pro ফোনটি ভারতীয় বাজারে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দামে কেনা যাবে। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,999 টাকার বিনিময়ে সেল করা হবে।

আরও পড়ুন : 8 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme X2 পাওয়া যাবে ওপেন সেলে, এখন কিনুন যখন ইচ্ছা

এক‌ইভাবে Xiaomi Redmi Note 8 ফোনটিও ভারতে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট অনলাইন প্ল‍্যাটফর্মে সেল করা হলেও ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টটি কোম্পানি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। ওপেন সেলে Redmi Note 8 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Xiaomi Redmi 8 ফোনটির‌ও একটি ভেরিয়েন্ট শুধুমাত্র অনলাইন মার্কেটের জন্য লঞ্চ করা হয়েছিল এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট অফলাইন রিটেইল স্টোরের জন্য পেশ করা হয়েছিল। Redmi 8 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট শপিং সাইট ফ্লিপকার্ট ও মি ডট কমে 7,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটির 3 জিবি র‍্যাম এবং 32 জিবি মেমরি ভেরিয়েন্ট রিটেইল স্টোরে বেচা হয়।

আরও পড়ুন : WhatsApp থেকে ম‍্যাসেজ ডিলিট না করে কিভাবে পার্সোনাল চ‍্যাট লুকাবেন?

Xiaomi Redmi 9

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি Xiaomi কোম্পানি তাদের বিখ্যাত রেডমি সিরিজের আগামী স্মার্টফোন Redmi 9 নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2020 সালের শুরুর দিকে মার্কেটে চলে আসবে। Xiaomi Redmi 9 এ মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট ব‍্যবহার করা হবে। এই ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi Redmi 9 এর একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here