Exclusive : বন্ধ হচ্ছে না JioPhone এর প্রস্তুতি, আরও 15 লক্ষ অর্ডার দিল কোম্পানি

মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও 2017 সালে JioPhone সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করার সময় জানিয়েছিলেন প্রতি মাসে কোম্পানি 5 লক্ষ ফোন বেচবে। ফোনটি লঞ্চের পর এমন ঘটনাই বাস্তবে ঘটে। এটি বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনে পরিণত হয়। কয়েক দিন আগে পেশ হ‌ওয়া একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি এখনও পর্যন্ত 70 মিলিয়নের‌ও বেশি ইউনিট JioPhone বিক্রি করেছে। কিন্তু বিগত কিছু দিন ধরে জিও রিটেইলারের মধ্যে গুজব শোনা যাচ্ছে যে কোম্পানি JioPhone এর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। এই গুজব ছড়ানোর সবচেয়ে বড় কারণ JioPhone এর শর্টেজ অর্থাৎ মার্কেটে ফোনের অভাব। বিগত কিছু দিন ধরে দেশের বেশ কয়েকটি রাজ‍্যে JioPhone এর শর্টেজ দেখা দিয়েছে এবং রিটেইলাররা বারবার JioPhone অর্ডার দিয়েও ফোন পাচ্ছেন না। এই কারণেই রিটেইলারদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে JioPhone এর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এমনকি কিছু ভুল মিডিয়া রিপোর্টের ফলে এই গুজব আরও শক্তি পায়। কিছু রিপোর্ট সরাসরি ঘোষণা করে কোম্পানি JioPhone এর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে তাই আর মার্কেটে এই বিশেষ ফিচার ফোন পাওয়া যাবে না। কিন্তু জানিয়ে রাখি এটি সম্পূর্ণ ভুল খবর।

আরও পড়ুন : 8 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme X2 পাওয়া যাবে ওপেন সেলে, এখন কিনুন যখন ইচ্ছা

আমাদের কাছে এই বিষয়ে এক্সক্লুসিভ খবর আছে। JioPhone এর প্রোডাকশন এখনও পর্যন্ত বন্ধ হয়নি। এই কথাটা সত্যি যে মার্কেটে JioPhone এর শর্টেজ দেখা দিয়েছে এবং বর্তমানে কোম্পানি এই সমস‍্যার সঙ্গে মোকাবিলার জন্য 15 লক্ষ অতিরিক্ত ইউনিটের অর্ডার দিয়েছে। এর মধ্যে 3.50 লক্ষ ইউনিট ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং ইতিমধ্যে এই ফোনগুলি রিলায়েন্সের ওয়‍্যার হাউসেও চলে এসেছে। আগামী কিছু দিনের মধ্যে বাকি 11.50 লক্ষ ইউনিট‌ও প্রস্তুত হয়ে ওয়‍্যার হাউসে চলে আসবে। তাই রিটেইলারদের হাতে গিয়ে পৌছাতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে JioPhone এর প্রোডাকশন বন্ধ করার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দাড়িয়ে ভারতে 35 কোটির‌ও বেশি JioPhone ইউজার আছে এবং ভারতে রিলায়েন্স জিওর এক নাম্বার ব্র‍্যান্ডে পরিণত হ‌ওয়ার পেছনে এই ফোনের অনেক বড় হাত আছে। আগে JioPhone এর জন্য যে পরিমাণ ক্রেজ ছিল এখন সেই পরিমাণ নেই ঠিকই কিন্তু চাহিদা এখনও এক‌ই রকম আছে। এই কারণেই কোম্পানি JioPhone এর প্রোডাকশন বন্ধ করতে চাইছে না এবং এই ফোনটির দৌলতে রিলায়েন্স জিও অন‍্যান‍্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকতে চায়।

আরও পড়ুন : WhatsApp থেকে ম‍্যাসেজ ডিলিট না করে কিভাবে পার্সোনাল চ‍্যাট লুকাবেন?

JioPhone লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল শুরুতে এই ফোনটি ইমপোর্ট করানো হলেও পরবর্তী সময়ে মেড ইন ইন্ডিয়া হবে। গত বছর অর্থাৎ 2018 সাল থেকেই মেড ইন ইন্ডিয়া জিওফোন মার্কেটে আসা শুরু হয়ে গেলেও কোম্পানি কখনও এই ফোনের ম‍্যানুফ‍্যাকচারিং কোম্পানির নাম জানায়নি। তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটির প্রস্তুতি নয়ডায় অবস্থিত এমসিএম টেলিকমে করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here