আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর, 2021 এ Infinix ভারতের মার্কেটে Infinix InBook X1 ল্যাপটপ এবং Infinix Note 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। Infinix INBook X1 ল্যাপটপ কোম্পানির প্রথম ল্যাপটপ হতে চলেছে। এছাড়া Infinix Note 11 series এর স্মার্টফোন গত জুন মাসে লঞ্চ করা কোম্পানির Infinix Note 10 series এর সাকসেসার হবে। কোম্পানি তাদের আপকামিং ল্যাপটপ Infinix INBook X1 লঞ্চের আগেই এর কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছে। একইভাবে জানা গেছে তাদের আগামী Infinix Note 11 series সম্পর্কেও। তবে এখনও পর্যন্ত এই ডিভাইসগুলির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।
Infinix INBook X1 এর স্পেসিফিকেশন
টেক মার্কেটে বাজেট স্মার্টফোনের জন্য Infinix অতি সুপরিচিত একটি নাম। বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানি ভারতের মার্কেটে কম দামের মধ্যে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন পেশ করে আসছে। এবার কোম্পানি Xiaomi, Redmi, Realme ও Nokia এর মতোই ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। কোম্পানির প্রথম ল্যাপটপ Infinx INBook X1 নামে আগামী মাসে ভারতে লঞ্চ করা হবে। এই ল্যাপটপটি Noble Red, Starfull Grey, ও Aurora Green কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
Infinix তাদের আপকামিং ল্যাপটপের কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছে। কোম্পানি তাদের ল্যাপটপ Intel Core i3, i5 ও i7 ভেরিয়েন্টে লঞ্চ করবে। এতে মাল্টি ইউটিলিটি Type-C চার্জিং কেবল দেওয়া হবে। এখনও পর্যন্ত এর থেকে বেশি কিছু জানা যায়নি। তবে জানিয়ে রাখি, কোম্পানি গত মাসেই ফিলিপিন্সের মার্কেটে তাদের ল্যাপটপ লঞ্চ করেছে।
Infinix Note 11 series এর স্পেসিফিকেশন
কোম্পানি গত মাসে আন্তর্জাতিক মঞ্চে Infinix Note 11 ও Note 11 Pro লঞ্চ করেছিল এবার কোম্পানি তাদের ল্যাপটপের সঙ্গেই এই ফোন দুটি ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। Infinix Note 11 series এর ফোনে FHD+ AMOLED ডিসপ্লে ও MediaTek Helio G96 চিপসেট দেওয়া হয়েছে। Infinix জানিয়েছে তাদের আপকামিং Note 11 series এর ফোনের দাম 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে হবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে FreeFire গেমারদের জন্য কোম্পানি এই ফোনের স্পেশাল লিমিটেড এডিশন লঞ্চ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন