লঞ্চ হল Infinix এর সস্তা ফোন S5 Lite, এতে আছে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা

Infinix আগেই ঘোষণা করেছিল কোম্পানি নভেম্বর মাসে ভারতীয় মার্কেটে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির নাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তবে Infinix স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ব্র‍্যান্ডের আগামী স্মার্টফোন পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি তবে এই ফোনটির নাম Infinix S5 Lite হতে পারে। কারণ এই নামে একটি নতুন ডিভাইস নাইজেরিয়াতে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটিও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। 

আরও পড়ুন : 4,920 এম‌এএইচ ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল Vivo Z5i, লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে

নাইজেরিয়াতে Infinix এক সঙ্গে দুটি পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যার নাম Infinix S5 এবং  Infinix S5 Lite। প্রসঙ্গত জানিয়ে রাখি এর মধ্যে Infinix S5 ফোনটি আগেই ভারতীয় মার্কেটে চলে এসেছে, তবে Infinix S5 Lite ফোনটি একদম নতুন। নাইজেরিয়ার মার্কেটে লঞ্চের পর ধরেই নেওয়া হয়েছে কোম্পানি এই মাসে ভারতীয় বাজারে যে পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে তা Infinix S5 Lite ই হবে। 

Infinix S5 Lite 

এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। নাইজেরিয়াতে লঞ্চ করা এই ফোনটিতে 1600 × 760 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। Infinix S5 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এক্স‌ওএস 5.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

আরও পড়ুন : একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট

নাইজেরিয়াতে Infinix S5 Lite ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং একটি WVGA সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix S5 Lite এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Infinix S5 Lite ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। নাইজেরিয়াতে এই ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট NGN 42,500 এবং 4জিবি র‍্যাম ভেরিয়েন্ট NGN 46,500 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 8,300 টাকা এবং 9,100 টাকার সমান। আশা করা হচ্ছে ভারতেও Infinix S5 Lite এই ভেরিয়েন্টের সঙ্গে এবং এক‌ই বাজেটে লঞ্চ করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here