4,920 এম‌এএইচ ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল Vivo Z5i, লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে

এই বছর টেক কোম্পানি Vivo ভারতে তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হিসেবে Vivo Z1 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। ভারতে আপাতত কোম্পানি “জেড” সিরিজে Vivo Z1 Pro এবং Vivo Z1x স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি কোম্পানি এই সিরিজে একটি নতুন স্মার্টফোন যোগ করতে পারে। ভিভো জেড সিরিজের Vivo Z5i নামে একটি স্মার্টফোন সামনে এসেছে। Vivo Z5i ফোনটি চীনের ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে, যার থেকে বোঝা যায় এই ফোনটি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন : লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন

চীনের একটি টেলিকম সাইটে Vivo Z5i ফোনটি দেখা গেছে। এই ওয়েবসাইটে Vivo Z5i ফোনটিকে V1941A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এম‌এসপি তাদের রিপোর্টে Vivo Z5i এর লিস্টিং ডিটেইলস শেয়ার করেছে। এই লিস্টিং থেকে ফোনটির ডিজাইনের সঙ্গে সঙ্গে এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী Vivo Z5i তে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে যা “ইউ” শেপের নচের সঙ্গে পেশ করা হবে।


 
লিস্টিং থেকে জানা গেছে Vivo Z5i ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপেই নিচের দিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Vivo Z5i এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে এবং এর একদিকে স্পীকার ও অন‍্যদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এই বছরই লঞ্চ হতে পারে Xiaomi Redmi K30, জানা গেল Redmi K30 Pro

Vivo Z5i

কোম্পানি তাদের Vivo Z5i ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিস্টিঙে ফোনটির ডায়মেনশন 162.15 × 76.47 × 8.89 এম‌এম এবং ওজন 193 গ্ৰাম বলা হয়েছে। এই রিপোর্টে Vivo Z5i এর স্ক্রিন প্রোটেকশন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি, তবে এখানে ফোনটির কালার ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। লিস্টিং অনুযায়ী Vivo Z5i ফোনটি Agate Black, Spar Blue এবং Jade Green কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

Vivo Z5iএর এই লিস্টিঙে ফোনটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে কি না সেবিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আশা করা হচ্ছে Vivo Z5i ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফি সেগমেন্ট সম্পর্কে লিস্টিঙে বলা হয়েছে Vivo Z5i এ 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হবে। 

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Moto G8, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Z5i এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা লিস্টিঙে বলা হয়েছে। Vivo Z5i এর ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং এই ফোনে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Z5i এ 4,920 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে সবচেয়ে বড় কথা লিস্টিঙে দেওয়া Vivo Z5i এর এই স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট তখনই সঠিকভাবে বলা যাবে যখন কোম্পানি এবিষয়ে কোনো ঘোষণা করবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here