একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট

এই বছর Nokia তাদের প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Nokia 9 পিওরভিউ লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের পর থেকে বেশ কিছু কোম্পানি এই ধরনের পাঁচটি ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে এবং কিছু কোম্পানি তাদের পাঁচটি ক‍্যামেরাওয়ালা ফোন লঞ্চের পরিকল্পনা করছে। টেক কোম্পানি LG এবার এই লিস্টে নাম লিখিয়েছে। 

আরও পড়ুন : এই বছরই লঞ্চ হতে পারে Xiaomi Redmi K30, জানা গেল Redmi K30 Pro

আসলে LG ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন (WIPO) তে 2018 সালের মার্চ মাসে একটি স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করানোর জন্য আবেদন করেছিল এবং এই বছর অর্থাৎ 2019 সালের 11 মে এটি রেজিস্টার করা হয়েছে। এই নতুন ডিজাইনের ব‍্যাক প‍্যানেলে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং দুটি সেন্সর হরাইজন্টাল শেপে অবস্থিত।

পেটেন্ট থেকে জানা গেছে এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে অত‍্যন্ত স্লিম বেজল থাকবে। ফোনটির ইয়ারপিসে ডুয়েল সেলফি ক‍্যামেরা থাকবে। এছাড়া এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে, যা আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের ট্রেন্ড থেকে উঠে গেছে বললেই চলে। 

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Moto G8, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

পেটেন্ট অনুযায়ী এই ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। পেটেন্ট ইমেজ থেকে আর বেশি তথ্য জানা যায়নি। জানিয়ে রাখি কয়েক দিন আগে LG G Pad 5 10.1 কোরিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ট‍্যাবলেট ডিভাইসটিতে 1920 × 1200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 10.1 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। LG G Pad 5 10.1 এর ডায়মেনশন 247.2 × 150.7 × 8 এম‌এম এবং ওজন 498 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে এই ট‍্যাবলেটটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.34 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 821 চিপসেটে রান করে। 

কোম্পানি এই ডিভাইসে 4 জিবি র‍্যাম দিয়েছে এবং এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য LG G Pad 5 10.1 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ট‍্যাবলেটে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here