Infinix S5 Pro হবে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

Iconic Image from Google

Infinix সম্পর্কে কয়েক দিন আগে জানা গেছিল এই টেক ব্র‍্যান্ড ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ শুরু করতে চলেছে এবং নতুন স্মার্টফোন সিরিজ ছাড়াও কোম্পানি ভারতে তাদের প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করবে। আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছিলাম ভারতে Infinix তাদের পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন 10,000 টাকারও কম দামে লঞ্চ করবে। এবার একটি মিডিয়া রিপোর্ট থেকে কোম্পানির এই আগামী পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের নাম‌ও জানা গেছে। রিপোর্ট অনুযায়ী Infinix তাদের নতুন পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Infinix S5 Pro নামে লঞ্চ করবে।

আরও পড়ুন: Airtel নিয়ে এল 179 টাকা দামের নতুন প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলের সঙ্গে পাওয়া যাবে 2 লক্ষ টাকার জীবন বীমা

দি মোবাইল ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে Infinix S5 Pro এর নাম জানা গেছে। এই ওয়েবসাইট তাদের সূত্রের থেকে পাওয়া তথ্য থেকে জানতে পেরেছে ইনফিনিক্স তাদের আগামী পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Infinix S5 Pro নামে লঞ্চ করবে। রিপোর্টে বলা হয়েছে এই ডিভাইসটি মিডিয়াটেক চিপসেটে রান করবে। সবচেয়ে বড় কথা Infinix S5 Pro ফোনটি কোম্পানির প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হবে। আমরা আগেই জানিয়েছিলাম এই ফোনটি 10,000 টাকারও কম দামে লঞ্চ করা হবে। অর্থাৎ Infinix S5 Pro ভারতীয় বাজারের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হবে।

Infinix Hot 8

আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানতে পেরেছি আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতীয় বাজারে Infinix S5 Pro লঞ্চ করা হবে। Infinix এর পর Tecno ও তাদের পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করবে। সবচেয়ে বড় কথা Infinix এবং Tecno দুটি কোম্পানিই চীনের কোম্পানি Transsion Holdings Limited এর অধীনস্থ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Infinix একটি নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করবে এবং এই সিরিজে সেলফি সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করা হবে। ভারতীয় মার্কেটে এই সিরিজের স্মার্টফোন লো বাজেটেই সেল করা হবে।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio, 370 মিলিয়ন গ্ৰাহকের সঙ্গে সবার চেয়ে এগিয়ে

Infinix S5 Lite

 কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Infinix S5 Lite এ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 1600 × 760 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। Infinix S5 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এক্স‌ওএস 5.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং একটি WVGA সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix S5 Lite এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।  Infinix S5 Lite ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে 7,999 টাকা দামে সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here