Airtel নিয়ে এল 179 টাকা দামের নতুন প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলের সঙ্গে পাওয়া যাবে 2 লক্ষ টাকার জীবন বীমা

ভারতীয় টেলিকম মার্কেটে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি ইউজারদের আকর্ষণ করার জন্য নতুন নতুন অফার ও প্ল‍্যান পেশ করেই চলেছে। এই এক‌ই উদ্দেশ্য নিয়ে টেলিকম কোম্পানি Airtel তাদের নতুন 179 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটি শুধুমাত্র তাদের প্রিপেইড গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে। এই প্রিপেইড প্ল‍্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই প্ল‍্যানে ফ্রি কলিং, এস‌এম‌এস ও ডেটার সঙ্গে সঙ্গে লাইফ ইনসিওরেন্স দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 12 জিবি র‍্যামের সঙ্গে চলে এল OnePlus 8 Pro, লিস্টেড হল ভারতীয় ওয়েবসাইটে

তবে এমনটা প্রথম নয় যে এয়ারটেল তাদের কোনো প্ল‍্যানে গ্ৰাহকদের লাইফ ইনসিওরেন্স অফার করছে। এর আগেও কোম্পানির কিছু প্ল‍্যান আছে যেখানে 4 লক্ষ টাকার বীমা অফার করা হয়। কোম্পানির এই নতুন 179 টাকার প্ল‍্যানে গ্ৰাহকদের 2 লক্ষ টাকার বীমা দেওয়া হচ্ছে।

Bharti AXA এর 2 লক্ষ টাকার লাইফ ইনসিওরেন্সযুক্ত এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই পুরো ভ‍্যালিডিটি পিরিয়ডে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল উপভোগ করা যাবে। এর সঙ্গে 28 দিনের জন্য 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: এসে গেল POCO X2, 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

এছাড়াও এই প্ল‍্যানে 300টি ফ্রি এস‌এম‌এস পাওয়া যাচ্ছে। কোম্পানি তাদের এই প্ল‍্যানের সঙ্গে এয়ারটেল এক্সট্রিম অ্যাপ এবং উইঃক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন‌ও দিচ্ছে। প্রসঙ্গত এই 2 লক্ষ টাকার জীবন বীমা 18 থেকে 54 বছর বয়সী গ্ৰাহকদের জন্য কার্যকর।

এই লাইফ ইনসিওরেন্স উপভোগ করার জন্য ইউজারদের রিচার্জ করা ছাড়া কোনো পেপার‌ওয়ার্ক বা মেডিকেল টেস্ট করাতে হবে না। এই পুরো কাজটি এয়ারটেল রিটেইল স্টোর বা এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপের মাধ্যমে খুব সহজেই করা যাবে।

আরও পড়ুন: 16 জিবি র‍্যাম, 108 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra 5G

কিছু দিন আগে ট্রাই অক্টোবর মাসের একটি রিপোর্ট পেশ করেছে যেখান থেকে জানা গেছে 2019 সালের দশম মাসে কোন টেলিকম কোম্পানি কত নতুন গ্ৰাহক পেয়েছে এবং তাদের মোট ইউজার বেস কত হয়ে গেছে। এই লিস্ট অনুযায়ী সবচেয়ে বেশি ইউজার পেয়েছে রিলায়েন্স জিও। জিও গত অক্টোবর মাসে তাদের নেট‌ওয়ার্কে 91 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে। এই সমস্ত নতুন কানেকশনের সঙ্গে জিও নেট‌ওয়ার্কের ইউজার বেস 36.43 কোটিতে গিয়ে ঠেকেছে।

অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী দেশের তৎকালীন সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া 1.9 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে। এই নতুন ইউজারদের মিলিয়ে ভোডাফোন আইডিয়ার মোট ইউজার বেস 37.27 কোটিতে গিয়ে পৌছে গেছে। অক্টোবরে এয়ারটেল 81,974 নতুন ইউজার পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির ইউজার বেস 32.56 কোটি হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here