ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio, 370 মিলিয়ন গ্ৰাহকের সঙ্গে সবার চেয়ে এগিয়ে

ভারতীয় বাজারে Reliance Jio এর যাত্রা শুরুর পর তিন বছর পেরিয়ে গেছে। আশা করি সবার মনে আছে যখন রিলায়েন্স জিও প্রথম মার্কেটে আসে তখন সিমের জন্য সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনেও দাঁড়িয়ে থেকেছে। সবার আগে Reliance Jio  ই তাদের ইউজারদের বিনামূল্যে ইন্টারনেট ব‍্যবহারের সুযোগ করে দেয় এবং পরবর্তী সময়ে খুব কম দামে ইন্টারনেট ও অন‍্যান‍্য পরিষেবা উপভোগ করার ব‍্যবস্থা করে। Reliance Jio এর সূচনার সময়েই মনে হয়েছিল এই কোম্পানি অন‍্যান‍্য সমস্ত কোম্পানিকে পেছনে ফেলে এগিয়ে যাবে। আজ বাস্তবে সেই দিন এসে গেছে। রিলায়েন্স জিও ইউজারদের জন্য সুখবর হল জিও বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। জিওর কাছে ভারতের সবচেয়ে বড় ইউজার বেস আছে যা Airtel ও Vodafone Idea কেও হার মানিয়েছে।

আরও পড়ুন: এসে গেল POCO X2, 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

Reliance Jio গত বছর অর্থাৎ 2019 সালের শেষ কোয়ার্টারের হিসাবনিকাশ শেয়ার করার সময় এই তথ্য জানিয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের জারি করা রিপোর্টের ওপর ভিত্তি করে জিও এই ঘোষণা করেছে। জিও জানিয়েছে 2019 সালের শেষ পর্যন্ত কোম্পানির মোট ইউজার বেস 370 মিলিয়ন অর্থাৎ 37 কোটিতে গিয়ে ঠেকেছে। 2018 সালের শেষে এই সংখ্যা ছিল 14.8 মিলিয়ন অর্থাৎ 14 কোটি 80 লক্ষ। জিওর পক্ষ থেকে এফ‌ইউপি চার্জ চালু করার পরেও এত বড় সংখ্যক গ্ৰাহক কোম্পানির জন্য একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

ইউজার বেসের ওপর ভিত্তি করে রিলায়েন্স জিও যেমন ভারতের টেলিকম মার্কেটে প্রথম স্থান দখল করেছে, তেমনই দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। অনেক বেশি গ্ৰাহক হারানোয় ভোডাফোন আইডিয়া তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। জিও 2019 সালের শেষ কোয়ার্টারে তাদের ফাইনান্সিয়ার রিপোর্ট‌ও পেশ করেছে। যার থেকে জানা গেছে গত বছরের নভেম্বর মাসে জিওর মার্কেট শেয়ার 32.04 শতাংশ হয়ে গেছে। এক‌ইভাবে এয়ারটেল ভারতীয় বাজারের 28.35 শতাংশ দখলদারি পেয়েছে। অন‍্যদিকে ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার কমে 29.12 শতাংশ হয়ে গেছে।

আরও পড়ুন: 16 জিবি র‍্যাম, 108 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra 5G

জিও তাদের রিপোর্টে জানিয়েছে 2019 সালের শেষ তিন মাসে জিও নেট‌ওয়ার্কে যোট 1,208 কোটি জিবি ইন্টারনেট ডেটা ব‍্যবহার করা হয়েছে। বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই সংখ্যা ছিল 1,202 কোটি জিবি। রিপোর্ট অনুযায়ী 2018 সালের তুলনায় 2019 সালের শেষে জিও নেট‌ওয়ার্কে ইন্টারনেট ব‍্যবহার 39.9 শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। অন‍্যদিকে 2019 সালের এপ্রিল-মে-জুন মাসে জিও ইউজাররা 81,264 কোটি মিনিট ভয়েস কল করেছে। কিন্তু অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে জিও ইউজারদের ফোন থেকে 82,640 মিনিট কথা বলা হয়েছে।

এইসব রিপোর্টের ওপর গড় হিসাব করলে দেখা যায় একজন রিলায়েন্স জিও ইউজার গড়ে এক মাসে 11.1 জিবি ইন্টারনেট ডেটা ব‍্যবহার করেছেন এবং গড়ে 760 মিনিট কথা বলেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here