18 সেপ্টেম্বর ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Zero 40 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ইনফিনিক্স আগেই তাদের Hot40 5G সিরিজ গ্লোবাল বাজারে পেশ করেছিল। এবার এই সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আগামী 18 সেপ্টেম্বর Infinix Zero 40 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি টিজারের এই সম্পর্কে তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির গুরুত্বপূর্ণ 5টি ফিচারের ডিটেইলস সম্পর্কে।

Infinix Zero 40 5G এর ভারতীয় লঞ্চ ডেট

  • নীচে দেওয়া টিজারের মাধ্যমে দেখা গেছে আগামী 18 সেপ্টেম্বর Infinix Zero 40 5G স্মার্টফোন লঞ্চ করা হবে।
  • নতুন Infinix Zero 40 5G স্মার্টফোনটি এই দিন দুপুর 12:00টা সময়ে পেশ করা হবে।
  • শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার সহ পেশ করা হবে।

Infinix Zero 40 5G এর ডিজাইন

টিজার পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর পাশে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। একইসঙ্গে নীচে ইনফিনিক্স ব্যান্ডিং দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে কার্ভ ডিজাইন এবং পাঞ্চ-হোল নচ রয়েছে। সবমিলিয়ে ফোনটি আগস্টে লঞ্চ করা গ্লোবাল মডেলের মতোই দেখাচ্ছে। এই ফোনটি ভারতীয় বাজারেও গ্লোবালি লঞ্চ হওয়া মুভিং টাইটানিয়াম, রক ব্ল্যাক, এবং ভায়োলেট গার্ডেন এর মতো কালারে পেশ করা হবে।

Infinix Zero 40 5G এর 5টি ফিচার

AI ফিচার

কোম্পানির টিজার অনুযায়ী Infinix ফোনটিতে AI ফিচার দেওয়া হবে বলে জানা গেছে। Infinix Zero 5G ফোনটিতে স্মার্ট ইনহ্যান্স ফিচারযুক্ত AI-পাওয়ার সুট থাকবে। এতে AI ইরেজার, AI ওয়ালপেপার, AI কাট-আউট স্টিকার ফিচার, AI Vlog, AI ইমেজ জেনেরেটর, AI ট্রান্সলেট এবং কন্টেন্ট তৈরি করার জন্য AI টেক্সট জেনেরেটর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে।

ডিসপ্লে

ভারতীয় বাজারে Infinix Zero 40 5G স্মার্টফোনটি 6.78 ইঞ্চির 3D কার্ভ এমোলেড ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এই স্ক্রিনে ইন্ডাস্ট্রির বেস্ট 144Hz রিফ্রেশ রেট, 1300 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন এবং TÜV রিনল্যান্ড আই-কেয়ার মোড সার্টিফিকেশন সহ ডিসপ্লে থাকবে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য গ্লোবাল Infinix Zero 40 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ভারতীয় বাজারেও একই চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।

স্টোরেজ

ভারতে ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এওয়া হতে পারে। একইসঙ্গে এক্সটেন্ড RAM ফিচার থাকতে পারে। এর সাহায্যে ফিজিক্যাল স্টোরেজ RAM হিসেবে কাজ করবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 108MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে সেলফির জন্য ফোনটিতে 50MP আলট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Infinix Zero 40 5G এর প্রতিদ্বন্দ্বী

গ্লোবাল দাম দেখে মনে করা হচ্ছে Infinix Zero 40 5G ফোনটির ভারতয় মডেলের দাম প্রায় 25 থেকে 30 হাজার টাকা হতে পারে। তাই আপকামিং ফোনটির Relame 13 Pro সিরিজ, নাথিং 2এ প্লাস এবং Poco X6 প্রো ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here