আগামী 14 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Infinix Zero 5G, সস্তা 5জি ফোনের লিস্টে হয়ে উঠতে পারে বেস্ট চয়েস

কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য পরিচিত টেক ব্র‍্যান্ড ইনফিনিক্স বিগত বেশ কিছু সময় ধরে ভারতে তাদের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে যা দেশে কোম্পানির প্রথম 5জি ডিভাইস হিসেবে পেশ করা হবে। অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি মার্কেটে Infinix Zero 5G নামে লঞ্চ করা হবে। অবশেষে আজ কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 14 ফেব্রুয়ারি ভারতের মার্কেটে Infinix Zero 5G ফোনটি লঞ্চ করা হবে।

শপিং সাইট ফ্লিপকার্টে Infinix Zero 5G ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার মাধ্যমে বলা হয়েছে এই ফোনটি আগামী 14 ফেব্রুয়ারি পেশ করা হবে। লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি প্রোডাক্ট পেজে Infinix Zero 5G এর ছবিও শেয়ার করা হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি Mediatek Dimensity 900 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

Infinix Zero 5G এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট থেকে জানা গেছে Infinix Zero 5G ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে এবং ভারতের মার্কেটে ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম যোগ করা হতে পারে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার‌যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হতে পারে। ছবি দেখে জানা গেছে এই ফোনের সাইড প‍্যানেলে সিকিউরিটি ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here