Instagram আজ ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে ভারতে তিন অ্যাকাউন্ট আনা হচ্ছে। কোম্পানি গত বছর প্রথম টিন অ্যাকাউন্ট পেশ করেছিল। শুরু থেকে এই ফিচার শুধুমাত্র আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডায় জারি করা হয়েছে। এবার প্রায় প্যাঁচ মাস পর মেটার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই ফিচার ভারতেও লঞ্চ করা হবে।
টিন অ্যাকাউন্টের মাধ্যমে 16 বছরের কম বয়সী ইউজারদের কিছু নির্দিষ্ট সেটিংস পরিবর্তন করা এবং অ্যাপে কিছু সিলেক্টেড ফিচার ব্যাবহার করার জন্য তাদের মা-বাবা বা অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে।
Instagram টিন অ্যাকাউন্টের ফিচার
- ইনস্টাগ্রাম একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, টিন অ্যাকাউন্ট বাই ডিফল্ট প্রাইভেট করা থাকবে। অর্থাৎ ইউজারদের নিজে থেকে তাঁর ফলোয়ারদের অ্যাক্সেপ্ট করতে হবে এবং যারা এই ধরনের অ্যাকাউন্ট ফলো করেন না তাঁরা এদের শেয়ার করা কন্টেন্ট দেখতে বা ইন্টারেক্ট করতে পারবেন না।
- টিন অ্যাকাউন্ট ইউজাররা শুধুমাত্র সেইসব ইউজারদেরকেই ম্যাসেজ করতে পারবেন যাদের তাঁরা ফলো করেন বা যাদের সঙ্গে আগে থেকে যুক্ত রয়েছেন।
- ইনস্টাগ্রামের বক্তব্য অনুযায়ী টিন অ্যাকাউন্ট বাই ডিফল্ট সবচেয়ে রেস্ট্রিক্টেড কন্টেন্ট সেটিংস হিসাবে রাখা থাকবে। এই সেটিংস সেন্সিটিভ কন্টেন্ট থেকে ইউজারদের দূরে রাখবে।
- টিন অ্যাকাউন্ট ইউজারদের প্রতিদিন এই অ্যাপ ব্যাবহারের 60 মিনিট পর অ্যাপ বন্ধ করার নোটিফিকেশন দেওয়া হয়।
- টিন অ্যাকাউন্টে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত স্লিপ মোড চালু থাকবে। এর ফলে সারা রাত নোটিফিকেশন এবং ডি.এম মিউট থাকবে।
- টিন অ্যাকাউন্টের ক্ষেত্রে যাদের ইউজাররা ফলো করেন শুধুমাত্র তাঁরাই ট্যাগ বা মেনশন করতে পারবেন।
- ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টে বাই ডিফল্ট অ্যান্টি বুলিং ফিচার হিসাবে হিডেন বার্ডস এনেবল করা থাকবে।
- জানিয়ে রাখি হিডেন বার্ডস ফিচারের মাধ্যমে ইউজারদের কমেন্ট, ম্যাসেজ রিকোয়েস্ট এবং সাজেস্টেড পোস্টের শব্দ ও ইমোজি ফিল্টার হয়ে যাবে।
ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টে মা-বাবার সুবিধা
ইনস্টাগ্রাম তাদের টিন অ্যাকাউন্টের ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকদের জন্য বেশ কিছু নজরদারির সুযোগ করে দিয়েছে। এর ফলে তাঁরা ছোটদের অ্যাকাউন্টে নজর রাখতে পারবেন। একইসঙ্গে বাচ্চাদের সুরক্ষার জন্য তাদের সেটিংসে প্রয়োজনীয় পরিবর্তনও করতে পারবেন।
- ইনস্টাগ্রামের বক্তব্য অনুযায়ী, 16 বছরের কম বয়সী ছোটদের জন কম রেস্ট্রিক্টিভ সেটিংসের ক্ষেত্রে কোনো পরিবর্তন করার জন্য মা-বাবার অনুমতি প্রয়োজন।
- মা-বাবা বা অভিভাবকরা 16 বছরের বেশি বয়সীদের জন্য সুপারভিশন ফিচার এনেবল করতে পারবেন।
- নতুন অবজারভেশন ফিচারের মাধ্যমে মা-বাবা বা অভিভাবকরা কন্টেন্ট না দেখে সেইসব উউজারদের লিস্ট দেখতে পারদেরন যাদের বিগত সাত দিনের মধ্যে ম্যাসেজ করা হয়েছে।
- অভিভাবকদের নির্ধারিত দৈনিক সময়সীমা পেরিয়ে গেলে ইউজাররা আর সেই দিন ইনস্টাগ্রাম ব্যাবহার করতে পারবেন না।
- মা-বাবা বা অভিভাবকরা দিন বা রাতের নির্দিষ্ট সময়ের জন্য ইনস্টাগ্রাম অ্যাক্সেস বন্ধ করে রাখতে পারবেন।