বিনামূল্যে পাওয়া যাচ্ছে Adidas এর জুতো! যেখানে খুবই সাবধানে Women’s day এর নামে হচ্ছে ভয়ংকর Whatsapp স্ক‍্যাম

কথাটি তেতো হলেও সত্যি এটি। ফ্রি আর বিনামূল্যে শব্দ গুলি শুনলে অল্প হলেও লোকের কান খাড়া হয়ে যায়। কিছু চাওয়া পাওয়া না থাকা সত্ত্বেও একবার দেখে নিই এই মনোভাবের জন‍্য‌ই ফ্রি শব্দটির দিকে আকর্ষিত হয়। ভারতীয় দের এই মনোভাবের সুযোগ কিছু হ‍্যাকার আর বিশ্বাসঘাতক লোক নেয়। আর এর তাজা উদাহরণ হল WhatsApp এ ভাইরাল হ‌ওয়া ফ্রি Adidas জুতোর ম‍্যাসেজ। Women’s day এর সেলিব্রেশনের নামে এই ম‍্যাসেজটি খুব দ্রুত হোয়াটস‌অ্যাপে ছড়াচ্ছে যা কোনো অফার না সরাসরি স্ক‍্যাম আর ফ্রড।

International Women’s day আসতে চলেছে আর বছরের পর বছর ধরে এর সেলিব্রেশন‌ও বড়ো হয়ে যাচ্ছে। এই সেলিব্রেশনের নামে কিছু বিশ্বাস ঘাতক লোক আম জনতা দের ঠকানোর প্রস্তুতি করছে আর এই ঠকানোর মাধ্যম হয়েছে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ব‍্যবহৃত ম‍্যাসেজিং অ্যাপ WhatsApp। বিগত কিছু দিনে হোয়াটস‌অ্যাপে ‘এডিডাস’ এর জুতো ফ্রিতে দেওয়ার ম‍্যাসেজ ফর‌ওয়ার্ড হচ্ছে যার মধ্যে একটি লিঙ্ক ও উপস্থিত আছে। আর যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে শুধু আপনার ফোন‌ই না তার মধ্যে থাকা ব‍্যাঙ্কিং ডিটেইলস ও হ‍্যাক করা যেতে পারে।

WhatsApp এ যে স্ক‍্যাম ম‍্যাসেজ কয়েক দিন ধরে শেয়ার করা হচ্ছে সেটি হলো : https://adidasshoe.buzz/adidass/tb.php?_t=1614951615. এই ম‍্যাসেজের টাইটেল হল Adidas Women’s Day যার মধ্যে লেখা আছে যে এডিডাস কোম্পানি 1মিলিয়ন জুতোর জোড়া গিফ্ট হিসেবে দিচ্ছে। এই লোভনীয় কথা শুনে লোক লিঙ্কে ক্লিক করছে আর ফ্রি জুতো পাওয়ার লোভে ম‍্যাসেজ অন্য লোকদের শেয়ার করছে। এইভাবে এই ম‍্যাসেজটি দ্রুত ফর‌ওয়ার্ড হচ্ছে আর অধিকতর লোককে এই স্ক‍্যামের শিকার করছে।

এইভাবে জানুন আসল বা নকল

সবার আগে আপনাকে জানিয়ে দিই যে এই সময় দুনিয়াতে হয়তো এমন কোনো কোম্পানি হবে যে তার প্রোডাক্টের 1 মিলিয়ন ইউনিট ফ্রিতে দেবে। তাহলে কমন সেন্সের ব‍্যবহার করে এরকম লোভনীয় স্ক‍্যামের থেকে বাচুন।

যদি এরকম ম‍্যাসেজ আপনার কোনো ভাবে বাস্তবিক মনে হয় তাহলে মনে রাখবেন কোনো কোম্পানি Giveaway করে, অফার দেয় বা ফ্রি গিফ্ট দেয় তাহলে তার প্রোমোশন শুধুমাত্র হোয়াটস‌অ্যাপের ম‍্যাসেজ এ নয় বরং নিজের সব সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম এ বারবার করবে।

এই সব ছাড়াও আরেকটি কথা হল যদি কোনো কোম্পানির নামে এরকম কোনো বিনামূল্যের অফার আসে তাহলে সরাসরি সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এ দেখুন। যদি ওয়েবসাইট এ অফার উপস্থিত থাকে তাহলে আপনি ম‍্যাসেজে ভরসা করতে পারেন আর যদি না থাকে তাহলে বুঝে নিন আপনি ম‍্যাসেজটি ফ্রড আর আপনাকে স্ক‍্যামের শিকার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here