জেনে নিন কোন কোন iPhones পাবে iOS 17 এবং কোন আইফোন পাবে না এই আপডেট, রইল লিস্ট

Apple ने WWDC 2023 ইভেন্টের মঞ্চে নতুন, অ্যাডভান্স এবং শক্তিশালী iOS 17 পেশ করে দেওয়া হয়েছে। এই নতুন অপারেটিং সিস্টেমে এমন কিছু নতুন ফিচার রয়েছে যা আইফোন ব্যাবহারের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলবে। যদি আপনার বা আপনার পরিচিত কারোর আইফোন থেকে থাকে তবে জেনে নিন কোন কোন iPhones এ ব্যাবহার করা যাবে iOS 17 এবং কোন আইফোন পাবে না এই আপডেট। আরও পড়ুন: 100টিরও বেশি মোবাইল অ্যাপে পাওয়া গেছে ক্ষতিকর ম্যালওয়্যার, এখনই করে দিন ডিলিট

iOS 17 Eligible iPhones

  • iPhone 14 Pro Max
  • iPhone 14 Pro
  • iPhone 14 Plus
  • iPhone 13 Pro Max
  • iPhone 13 Pro
  • iPhone 13
  • iPhone 13 mini
  • iPhone 12 Pro Max
  • iPhone 12 Pro
  • iPhone 12
  • iPhone 12 mini
  • iPhone SE 3rd Gen
  • iPhone SE 2nd Gen
  • iPhone 11 Pro Max
  • iPhone 11 Pro
  • iPhone 11
  • iPhone XS Max
  • iPhone XS
  • iPhone XR

ওপরের লিস্টে উপস্থিত সমস্ত আইফোন মডেলে iOS 17 ডাউনলোড এবং ইনস্টল করা যাবে।

পুরনো আইফোনে নতুন আইওএস

অ্যাপেলের পক্ষ থেকে আইফোনের দশম জেনারেশন এবং এরপরের মডেলগুলির জন্য iOS 17 এর আপডেট জারি করা হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে ভারতে iPhone X সিরিজের ফোন তৈরি করা বন্ধ হয়ে গেছে, তবে যেসব ইউজারদের কাছে আগে থেকে এই ফোণ রয়েছে তাদের জন্য কোম্পানি আইওএস 17 সফটওয়্যার জারি করবে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Redmi 12 ফোনটির স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আইফোন 12 থেকে আইফোন 14 সিরিজের ফোন সেলের জন্য লিস্টেড করা আছে। এছাড়া iPhone 11 Series এর স্টক শপিং সাইট এবং রটেইল স্টোরের মাধ্যমে সেল করা হয়। জানিয়ে রাখি আগামী দিনে মার্কেটে সমস্ত নতুন আইফোন মডেল কেনার সময় সেগুলি iOS 17 অপারেটিং সিস্টেমের সঙ্গেই আসবে।

এই আইফোনগুলি পাবে না iOS 17

  • iPhone X
  • iPhone 8 Plus
  • iPhone 8
  • iPhone 7 Plus
  • iPhone 7
  • iPhone 6s Plus
  • iPhone 6a
  • iPhone SE

অ্যাপেলের পক্ষ থেকে এই আইফোনগুলি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। ভারতে এই ফোনগুলির সেল এবং নির্মাণ উভয়ই বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ এখনও পর্যন্ত এই ফোনগুলি ব্যাবহার করলেও কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলিতে নতুন iOS 17 আপডেট দেওয়া হবে না। আরও পড়ুন: চাইনিজ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 5 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here