কিছু দিন আগে খবর পাওয়া গেছিল স্যামসাং 10 এপ্রিল থাইল্যান্ডে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই দিন কোম্পানি তাদের নতুন গ্যালাক্সি এ সিরিজে কয়েকটি ফোন লঞ্চ করতে পারে। তথ্য অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ90, গ্যালাক্সি এ60 ও গ্যালাক্সি এ40 সহ অন্য কয়েকটি ফোন লঞ্চ হতে পারে। আজ কোম্পানির আরও একটি নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি এ20ই আমেরিকান সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। কিছু দিন আগে এই মডেলটি কিছু অন্যান্য সাইটে দেখা গেছে। আজ এফসিসিতে লিস্টেড হওয়ার পর বোঝা যাচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে।
ভোডাফোন আরও একবার আনল 50 ও 100 টাকার প্রিপেইড প্ল্যান, জেনে নিন লাভ
স্যামসাং ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এ20 ফোনটি লঞ্চ করে এবং মনে করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ20ই এই ফোনটিরই ছোট ভার্সন। এফসিসিতে এই ফোনটি এসএম-এ202এফ/ডিএস মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। কোম্পানি ডিএস কথাটি ডুয়েল সিমের জন্য ব্যবহার করে থাকে। এখানে ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা না হলেও কিছু আগে বেরানো একটি লিক থেকে কিছু তথ্য জানা যায়।
প্রসঙ্গত কোম্পানির ঘোষণা করার আগে 91মোবাইলস গ্যালাক্সি এ20ই এর কেস রেন্ডার দেখিয়েছিল। এই রেন্ডারের সাহায্যে গ্যালাক্সি এ20ই এর লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছিল। কেস রেন্ডার অনুযায়ী এই ফোনটিও গ্যালাক্সি এ সিরিজের হেলিও নচ স্মার্টফোনের মতো ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনে বেজল লেস ডিসপ্লে থাকবে যার ওপর দিকে ছোট “ইউ” শেপের নচ থাকবে। ফোনের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট থাকবে।
এআই ক্যামেরা ও মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল এলজি কে12+, জেনে নিন দাম ও ফিচার
এখনও পর্যন্ত বেরানো তথ্য অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ20ই ফোনটি মনে করা হচ্ছে কিছু দিন আগে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ20 এর ছোট ভার্সন হবে। লিক ও তথ্য অনুযায়ী গ্যালাক্সি এ20ই অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হবে। গ্যালাক্সি এ20ই স্যামসাঙের এক্সনস 7884 চিপসেটে রান করতে পারে। এতে 3 জিবি র্যাম দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন