লঞ্চ হল iPhone 15 এবং iPhone 15 Plus, জেনে নিন এই নতুন Apple ফোনের দাম ও স্পেসিফিকেশন

Apple বছরে একবার তাদের ফোন অর্থাৎ iPhones লঞ্চ করে এবং হাতে গোনা কয়েকটি মডেলের ওপর নির্ভর করেই গোটা টেক জগত কাঁপিয়ে রাখে। গতকাল এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে কোম্পানির পক্ষ থেকে মার্কেটে নতুন আইফোন সিরিজ লঞ্চ করা হয়েছে। অ্যাপেল তাদের নতুন আইফোন 15 সিরিজ পেশ করে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max নামের চারটি ফোন পেশ করেছে। এই পোস্টে iPhone 15 এবং iPhone 15 Plus ফোনদুটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

iPhone 15 এবং iPhone 15 Plus এর দাম

স্টোরেজ
iPhone 15 এর দাম
iPhone 15 Plus এর দাম
128GB ₹79,900 ₹89,900
256GB ₹89,900 ₹99,900
512GB ₹1,09,900 ₹1,19,900

 

ভারতে iPhone 15 এর দাম শুরু মাত্র 79,900 টাকা থেকে এবং iPhone 15 Plus এর প্রাথমিক দাম 89,990 টাকা। দুটি ফোনই 128GB, 256GB এবং 512GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। iPhone 15 এর সমস্ত ভেরিয়েন্টের দাম যথাক্রমে 79,900 টাকা, 89,900 টাকা এবং 1,09,900 টাকা। একইভাবে iPhone 15 Plus এর মডেলগুলির দাম যথাক্রমে 89,900 টাকা, 99,900 টাকা এবং 1,19,900 টাকা রাখা হয়েছে। এই ফোনগুলি ভারতে আগামী 15 সেপ্টেম্বর থেকে প্রিবুক করা যাবে এবং সেল শুরু হবে আগামী 22 সেপ্টেম্বর থেকে। এই দুটি ফোনই Pink, Yellow, Green, Blue এবং Black মোট পাঁচটি কালারে সেল করা হবে।

 

iPhone 15 এবং iPhone 15 Plus এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন iPhone 15 iPhone 15 Plus
স্ক্রিন সাইজ 6.1″ Super Retina XDR OLED 6.7″ Super Retina XDR OLED
রেয়ার ক্যামেরা 48MP + 12MP 48MP + 12MP
ফ্রন্ট ক্যামেরা 12 Megapixel 12 Megapixel
প্রসেসর Apple A16 Bionic Apple A16 Bionic

iPhone 15 এবং iPhone 15 Plus এর ডিসপ্লে

iPhone 15 এবং iPhone 15 Plus দুটি ফোনেই Dynamic Island ডিসপ্লে দেওয়া হয়েছে। এর আগে এই স্টাইল শুধুমাত্র iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেলের ক্ষেত্রেই দেখা গিয়েছিল। এটি এক ধরনের পাঞ্চ হোল ইন্সপায়ার্ড নচ যা বডি এজ থেকে কিছুটা ভেতরের দিকে অবস্থিত এবং স্ক্রিনের মধ্যেও অত্যন্ত কম স্থান দখল করে।

iPhone 15 ফোনে 2532 × 1170 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। iPhone 15 এবং iPhone 15 Plus দুটি ফোনেই ডিসপ্লেকে মজবুত করার জন্য এবং ওয়াটার ও ডাস্ট প্রুফ করার জন্য সেরামিক শিল্ড লেয়ার যোগ করা হয়েছে।

iPhone 15 Plus এর স্ক্রিন সাইজ বেস মডেলের তুলনায় সামান্য বড়। এই ফোনে 2778 x 1284 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। iPhone 15 এবং iPhone 15 Plus দুটি ফোনই 2000 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।

iPhone 15 এবং iPhone 15 Plus এর প্রসেসর

অ্যাপেল তাদের প্রোডাক্টে ব্র্যান্ডের নিজস্ব প্রসেসর যোগ করে। এই চিপসেট অ্যান্ড্রয়েড ফোনে ব্যাবহৃত Qualcomm বা MediaTek চিপসেটের তুলনায় যথেষ্ট আলাদা এবং অত্যন্ত শক্তিশালী। নতুন iPhone 15 এবং iPhone 15 Plus ফোনে Apple A16 Bionic চিপসেট যোগ করা হয়েছে। এই চিপসেট কোম্পানির পুরনো চিপসেটের তুলনায় কয়েক গুণ বেশি ফাস্ট এবং অত্যন্ত ফাস্ট, স্মুথ ও ল্যাগ ফ্রি পারফরমেন্স দিতে সক্ষম। এই দুটি ফোনেই সুন্দর এবং অ্যাডভান্স ফিচারযুক্ত iOS 17 অপারেটিং সিস্টেম রয়েছে।

iPhone 15 এবং iPhone 15 Plus এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iPhone 15 এবং iPhone 15 Plus ফোনদুটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে এবং এটি কোয়াড পিক্সেল টেকনোলজিতে কাজ করে। এর সঙ্গেই এই সেটআপে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য এই দুটি ফোনে 12 মেগাপিক্সেল TrueDepth front camera যোগ করা হয়েছে। এই আইফোনের ফ্রন্ট ক্যামেরা Dynamic Island এর মধ্যে অবস্থিত।

iPhone 15 এবং iPhone 15 Plus এর ব্যাটারি

প্রত্যেক আইফোন ইউজার এবং ফ্যানরা জানেন সাধারণত Apple iPhones এ কম এমএএইচ ব্যাটারি দেওয়া হয়। তবে এবার কোম্পানি এই সেগমেন্টেও ভালো কাজ করেছে। সবচেয়ে বড় কথা এবার আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আর আইফোন চার্জ করার জন্য কোন বিশেষ ধরনের চার্জিং কেবলের দরকার হবে না। এই আইফোনগুলি ওয়্যারলেস পদ্ধতিতেও চার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here