3 ডিসেম্বর অর্থাৎ আজ iQOO তাদের ফ্ল্যাগশিপ iQOO 13 ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। তবে এবার গত বছর লঞ্চ হওয়া iQOO 12 ফোনটি ইউজাররা কম দামে কিনতে পারবেন। এই ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সহ স্মার্টফোনটি সেল করা হচ্ছে। জানিয়ে রাখি iQOO 12 ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।
iQOO 12 ফোনের ডিল
- iQOO 12 ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে কোম্পানির ওয়েবসাইট এবং আমাজনের মাধ্যমে 52,999 টাকা দামে ফোনটি কেনা যাবে।
- কোম্পানির ওয়েবসাইট এবং আমাজন সাইটের 7,000 টাকার ডিসকাউন্ট ছাড়াও যেসব ইউজাররা বেশ কিছু সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা অতিরিক্ত 3,000 টাকা ছাড় পেয়ে যাবেন।
- এই দুটি ডিসকাউন্ট সহ iQOO 12 ফোনের ইফেক্টিভ দাম 49,999 টাকা হবে। অন্যদিকে ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 57,999 টাকা দামে লিস্টেড রয়েছে, এর সঙ্গে ব্যাঙ্ক অফারও প্রযোজ্য।
- এছাড়াও আমাজন ওয়েবসাইটের মাধ্যমে 36,700 টাকার এক্সচেঞ্জ অফার এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে 50,000 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে।
iQOO 12 এর স্পেসিফিকেশন শিট
IQOO 12 | স্পেসিফিকেশন |
ডিসপ্লে | 6.78-ইঞ্চি 1.5K LTPO OLED 144Hz ডিসপ্লে, 3000nits পীক ব্রাইটনেস |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 |
রেয়ার ক্যামেরা | 50MP 1/1.3-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা + 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 3x জুম এবং 100x ডিজিটাল জুম সহ টেলিফটো লেন্স |
ফ্রন্ট ক্যামেরা | 16MP সেলফি ক্যামেরা |
ব্যাটারি | 5,000mAh |
চার্জিং | 120W |
iQOO 12 এর স্পেসিফিকেশন ডিটেইলস
ডিসপ্লে
iQOO 12 ফোনে 1260 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির LTPO AMOLED ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+ এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। স্ক্রিনে সিকিউরিটির জন্য অপ্টিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 452PPI পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে। এছাড়াও ওয়েট টাচ ফিচার, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
প্রসেসর
এটি ভারতের মার্কেটে প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ স্মার্টফোন। এতে সুন্দর গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ রয়েছে। এই ফোনে 64-বিট আর্কিটেকচারে তৈরি কোয়ালকম ক্রিয়ো সিপিইউ তে একটি প্রাইমারি কোর রয়েছে, এতে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর এবং 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি এফিসিয়েন্সি কোর যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের 12GB + 256GB মডেল AnTuTu Benchmark টেস্টিঙের ক্ষেত্রে 2 মিলিয়নের বেশি স্কোর পেয়েছে।
স্টোরেজ
এই ফোনটির 12GB RAM ও 256GB মেমরি এবং 16GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনে RAM expansion ফিচার যোগ করেছে। এর মাধ্যমে ফোনে 24GB পর্যন্ত RAM ব্যাবহার করা যায়।
ক্যামেরা
iQOO 12 এর ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50-মেগাপিক্সেল ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি মাত্র 27 মিনিটে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এছাড়াও পিসি মার্ক ব্যাটারি টেস্টে ফোনটি 14 ঘন্টা 14 মিনিটের স্কোর পেয়েছে।
অন্যান্য ফিচার
গেমিঙের জন্য এই ফোনে ডেডিকেটেড Q1 ডিসপ্লে চিপ, IP64 রেটিং, ওয়াইফাই 7, 6K VC ফোর জোন কুলিং সিস্টেম, ডুয়েল সিম 5G, ব্লুটুথ 5.4, এনএফসি, ডুয়েল ফ্রিকোয়েন্সি জি[ইএস, আইআর ব্লাস্টার, ডুয়েল স্টেরিও স্পিকার এবং এক্স আক্সিস মিনিয়ার মোটর যোগ করা হয়েছে।