Home খবর ভারতে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ লঞ্চ হল iQOO 12 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ভারতে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ লঞ্চ হল iQOO 12 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

iQOO ভারতের মার্কেটে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে iQOO 12 5G পেশ করেছে। iQOO 12 5G ফোনটি ভারতে প্রথম Snapdragon 8 Gen 3 চিপসেট সহ লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO 12 5G ফোনে 30 শতাংশ ভালো জিপিইউ পারফরমেন্স পাওয়া যাবে। iQOO 12 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 144hz LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

iQOO 12 5G এর ডিজাইন

iQOO 12 ফোনের ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম এবং ফ্রেশ দেখতে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট এবং গ্লাস এজ রয়েছে। ফোনের ব্যাক প্যানেল গ্লাস দিয়ে তৈরি এবং এতে শাইনি অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে যা ভালো গ্রিপ দিতে সক্ষম। এছাড়া ফোনটির চারটি কোণায় ক্রোম ফিনিশ রয়েছে। ব্যাক প্যানেলে সাবমেরিন উইন্ডোর মতো ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম ট্রে এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন অবস্থিত।

iQOO 12 5G এর স্পেসিফিকেশন

iQOO 12 এর দাম এবং অফার

ভারতে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেল 12GB RAM + 256GB Storage সহ 52,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনটির টপ মডেলে 16GB RAM + 512GB Storage রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 57,999 টাকা। HDFC এবং ICICI ব্যাঙ্ক ইউজাররা এই ফোনটি কিনলে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন ফলে ফোনের এফেক্টিভ দাম কমে যথাক্রমে 49,999 টাকা এবং 54,999 টাকা হয়ে যাবে। আমাজন থেকে iQOO 12 ফোনটি 9 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন