লিক হল iQOO 12 সিরিজের লঞ্চ ডেট এবং ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 7 নভেম্বর লঞ্চ হবে iQOO 12 সিরিজ।
  • iQOO 12 এ 4,880mAh ব্যাটারি থাকতে পারে।
  • iQOO 12 সিরিজে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।

খুব তাড়াতাড়ি চীনে iQOO 12 সিরিজ লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। iQOO 11 সিরজের সাক্সেসার হিসাবে এই সিরিজ পেশ করা হবে। কানাঘুষো শোনা যাচ্ছে এই সিরিজের প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকবে। এবার এক টিপস্টার চীনে iQOO 12 এবং iQOO 12 Pro ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছেন। এছাড়া iQOO 12 ফোনটি UFCS সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে এবং এখান থেকে ফোনটির ব্যাটারি সম্পর্কেও জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড

QOO 12 সিরিজের লঞ্চ ডেট (লিক)

  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী 7 নভেম্বর চীনে লঞ্চ করা হবে iQOO 12 এবং iQOO 12 Pro।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি, তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি অফিসিয়াল টিজার প্রকাশ করা হবে।

iQOO 12 সিরিজের ব্যাটারি ডিটেইলস (লিক)

  • UFCS লিস্টিং থেকে জানা গেছে iQOO 12 ফোনে ডুয়েল 2,440mAh সেল ব্যাটারি প্যাক থাকবে, যার ফলে মোট 4,880mAh ব্যাটারির ক্ষমতা পাওয়া যাবে। এতে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
  • অন্যদিকে iQOO 12 Pro ফোনে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,980mAh ব্যাটারি দেওয়া হবে।

iQOO 12 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO 12 Pro ফোনে কার্ভ এজ সহ E7 AMOLED প্যানেল দেওয়া হবে বলে জানা গেছে। এটি 144Hz রিফ্রেশরেট এবং 2K রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: iQOO 12 Pro ফোনে 16GB LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 200W বা 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: একটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনে ফ্ল্যাগশিপ গ্রেড পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Origin OS 4.0 এ কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here