ভারতে 60 হাজার টাকা রেঞ্জে আসতে চলেছে দারুণ স্মার্টফোন, এখানে দেখুন iQOO 13 ফোনের লঞ্চ লাইভ

ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 13 স্মার্টফোন। এই ফোনে সবচেয়ে শক্তিশালী Qualcomm চিপসেট Snapdragon 8 Elite যোগ করা হবে এবং এর সঙ্গে এই ফোনে 16GB RAM এর ক্ষমতা পাওয়া যাবে। ভারতে এর আগে শুধুমাত্র realme GT 7 Pro ফোনে এই প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির তাদের ফ্ল্যাগশিপ iQOO 13 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ টেলিকাস্ট করবে। তাই ইউজাররা এটি লাইভ দেখতেও পারবেন।

iQOO 13 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ

আইকু আগামীকাল অর্থাৎ 3 ডিসেম্বর ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট শুরু হবে দুপুর 12টার সময় এবং কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এই ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও শপিং সাইট আমাজনে iQOO 13 ফোনটির প্রোডাক্ট পেজেও এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।

iQOO 13 ফোনের সম্ভাব্য ভারতীয় দাম

iQOO 13 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। সম্প্রতি এই একই প্রসেসর সহ রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দাম দেখে মনে করা হচ্ছে iQOO 13 ফোনটির দাম 60 হাজার টাকার চেয়ে কিছুটা কম হবে এবং ফোনটির টপ মডেলের দাম 65 হাজার থেকে 70 হাজার টাকার মধ্যে রাখা হবে।

iQOO 13 ফোনের স্পেসিফিকেশন

  • 6.82″ 2K 144Hz OLED Screen
  • Qualcomm Snapdragon 8 Elite
  • 16GB RAM + 512GB Storage
  • 32MP Selfie Camera
  • 50MP Rear Camera
  • 6,000mAh Battery
  • 120W Fast Charging

ডিসপ্লে: iQOO 13 ফোনে 3168 X 1440 পিক্সেল রেজোলিউশন সহ 6.82-ইঞ্চির 2কে ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই BOE 8T LTPO 2.0 স্ক্রিন OLED Q10 প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 1800nits নিটস ব্রাইটনেস, 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পারফরমেন্স: iQOO 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OriginOS 5 কাস্টম স্কিন সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite অক্টাকোর Orion CPU রয়েছে। ভারতে এই ফোনটি 12GB থেকে 16GB পর্যন্ত RAM সহ লঞ্চ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung S5KJN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony IMX816 টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 ফোনে silicon anode টেকনোলজিতে তৈরি 6,150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: iQOO 13 ফোনটিতে IP69+IP68 রেটিং রয়েছে, যার ফলে ফোনটি জল ও ধুলো থেকে সুরস্কিত থাকবে। এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC কানেক্টিভিটি অপশন রয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 7K dual-drive heat sink দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে অবস্থিত “Energy Halo” LED 6 ডায়নামিক এফেক্ট এবং 12 কালার কম্বিনেশন ব্যাবহার করে সুন্দর লুক দিতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here