আগামী মাসে চীনে iQOO তাদের ফ্লিয়াগশিপ iQOO 15 ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জুলাই মাস থেকেই এই বিষয়ে তথ্য শেয়ার করা হচ্ছে। এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের ওয়েইবোর মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস জানিয়েছে। জানিয়ে রাখি রিপোর্টের মাধ্যমে 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে iQOO 15 Mini এবং iQOO 15 Ultra ফোনদুটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভ্যানিলা iQOO 15 মডেলের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী আপকামিং iQOO 15 ফোনটিতে 6.8 ইঞ্চির Samsung AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 2K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জনা গেছে, এর ফলে অসাধারণ কালার এবং ক্লিয়ার ভিজুয়াল উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। স্পীডের জন্য ফোনটিতে 16GB পর্যন্ত RAM এবং টপ ভেরিয়েন্টে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 ফোনটিতে প্রায় 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ওয়্যারলেস চার্জিং ফিচারও যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 1/1.5 ইঞ্চির সেন্সর এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইসঙ্গে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে।
একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বড় হ্যাপ্টিক মোটার এবং ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ইন-হাউস গেমিং চিপ যোগ করা হতে পারে। এর ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
এই সিরিজের iQOO 15 Mini ফোনের সম্পর্কেও সমালোচনা শোনা যাচ্ছে। কিছু দিন আগেই প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 6.31 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটিতে 7,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Dimensity 9500+ বা Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। অন্যদিকে iQOO 15 Ultra ফোনটিতে একইরকম স্পেসিফিকেশন থাকতে পারে এবং একইসঙ্গে বিল্ট-ইন কুলিং ফ্যান এবং গেমিং ট্রিগার বাটন যোগ করা হবে বলে জানা গিয়েছিল।
যারা হাই পারফরমেন্স, গেমিং এবং বড় ব্যাটারি ব্যাকআপ সহ ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং iQOO 15 সিরিজ ডিজাইন করা হচ্ছে। একইসঙ্গে যেসব ইউজাররা 50 হাজার থেকে 65 হাজার টাকা রেঞ্জে ফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য এটি একটি ভালো অপশন। এই সিরিজের ফোনগুলির দাম এই প্রাইস রেঞ্জে কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। একইভাবে আপকামিং iQOO 15 ফোনটি এই বছর আসন্ন ফ্ল্যাগশিপ Samsung Galaxy S26, Xiaomi 16 এবং OnePlus 15 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই যারা হেভি গেমিং এবং হাই-এন্ড পারফরমেন্স উপভোগ করতে চাইছেন, তাঁরা iQOO 15 ফোনটির অপেক্ষা করতে পারেন।










