12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল

iQOO আজ একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে ভারতীয় বাজারে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। iQOO 3 নামে লঞ্চ করা এই ফোনটি 4জি ও 5জি উভয় মডেলে পেশ করা হয়েছে। কোম্পানির আগাগোড়া চেষ্টা ছিল যাতে ভারতের প্রথম 5জি স্মার্টফোন তারাই লঞ্চ করতে পারে, কিন্তু গতকাল রিয়েলমি Realme X50 Pro রূপে ভারতের প্রথম 5জি ফোন লঞ্চ করেছে। ভারতে আজ iQOO 3 লঞ্চ করা হয়েছে যা আগামী 4 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। চলুন জেনে নেওয়া যাক iQOO 3 সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চ হল Honor এর শক্তিশালী 5G স্মার্টফোন View 30 Pro, এতে আছে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী, ডুয়েল সেলফি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের iQOO 3 ফোনটির 4জি ও 5জি দুটি মডেলে পেশ করেছে। এই ফোনে LPDDRS RAM ও UFS 3.1 Flash Storage আছে। iQOO 3 এর 5জি মডেলে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের iQOO 3 এর 5জি মডেলটি 44,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

অন‍্যদিকে iQOO 3 এর 4জি মডেলটি কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। iQOO 3 4G এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 36,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 8 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 39,990 টাকা।

আরও পড়ুন: 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে iQOO 3 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.40 শতাংশ। এই ফোনে বেদল লেস স্ক্রিন দেওয়া হয়েছে যার ওপরের দিকে মাঝ বরাবর ওয়াটারড্রপ নচ আছে। কোম্পানি এই ডিসপ্লের নাম দিয়েছে পোলার ভিউ ডিসপ্লে। iQOO 3 তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর 10+ ও 1200+ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি তাদের iQOO 3 এর স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে এবং এর সঙ্গে চোখ সুরক্ষিত রাখার জন্য এতে E3 প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে।

দুর্দান্ত ফোটোগ্রাফি

ফোটোগ্রাফির জন্য iQOO 3 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX582 সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.46 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 20এক্স ডিজিটাল জুম সাপোর্টেড টেলিফোটো লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের‌ই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 3 তে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

শক্তিশালী প্রসেসিং

কোম্পানি তাদের iQOO 3 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করেছে যা আইকু ইউআই 1.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিটযুক্ত 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 দেওয়া হয়েছে। অসাধারণ গ্ৰাফিক্সের জন্য iQOO 3 তে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে।

সিকিউরিটি ও।ব‍্যাটারী

সিকিউরিটির জন্য iQOO 3 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এতে গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য iQOO 3 তে 55 ওয়াট সুপার ফ্ল‍্যাশ চার্জ টেকনিক সাপোর্টেড 4,440 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারী মাত্র 15 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here