Exclusive: মার্চ মাসে ভারতে আসবে iQOO ব্র‍্যান্ড, এটি হবে Vivo এর চেয়ে একদম আলাদা

গত বছর অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারি মাসে চীনের টেক কোম্পানি Vivo তাদের ঘরোয়া মার্কেটে তাদের সাব ব্র‍্যান্ড iQOO পেশ করে। এই ব্র‍্যান্ডটি আপাতত কোম্পানির ঘরোয়া মার্কেটেই কার্যকর। বর্তমানে এই ব্র‍্যান্ডের পাঁঁচটি স্মার্টফোন চীনে সেল করা হয়। অন‍্যদিকে আশা করা হচ্ছে কোম্পানি iQOO 3 Neo এবং iQOO 3 নামে দুটি ফোন নিয়ে কাজ করছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে খবর পেয়েছি যে কোম্পানি আগামী মার্চ মাসে ভারতে তাদের iQOO ব্র‍্যান্ড পেশ করার পরিকল্পনা করছে। চীনে iQOO একটি প্রিমিয়াম ব্র‍্যান্ড হিসেবে পরিচিত যারা তাদের অসাধারণ পারফরম্যান্স দেওয়া স্মার্টফোনের জন্য স্বনামধন্য। ভারতে iQOO একটি আলাদা ব্র‍্যান্ড হিসেবে পেশ করার আশা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক

তবে এবিষয়ে কোনো তথ্য জানা যায়নি ভারতে কোম্পানি iQOO এর অন্তর্গত কোন ফোন সবার আগে লঞ্চ করা হবে। আমরা আশা করছি কোম্পানি ভারতে তাদের ব্র‍্যান্ডের প্রথম ফোনটি স্ন‍্যাপড্রাগন 800 সিরিজের ফ্ল‍্যাগশিপ চিপসেটের সঙ্গে পেশ করবে।

কিছু দিন আগে জানা গেছিল কোম্পানি তাদের iQOO সিরিজে iQOO 2 লঞ্চ না করে সরাসরি iQOO 3 পেশ করবে। এর আগে কোম্পানি তাদের Nex সিরিজের ক্ষেত্রেও এমনটাই করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Nex S এর পর Vivo Nex 3 পেশ করা হয়েছিল। অন‍্যদিকে iQOO এর নতুন ফোন V1950A মডেল নাম্বারের সঙ্গে 3C Agency তে সার্টিফিকেশন পেয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটিই আগামী iQOO 3 স্মার্টফোন।

আরও পড়ুন: 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Samsung Galaxy Note 10 Lite, বিপদের মুখে OnePlus

3C Agency থেকে জানা গেছে Vivo V1950A ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে। এছাড়া আর‌ও জানা গেছে এই ফোনটি 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করবে। এই ফোনটি চীনে MIIT অথরিটির থেকেও অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি 5G ফ্রিকোয়েন্সি ব‍্যান্ড N1, N41, N78 এবং N79 এর সঙ্গে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here