প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক

অত‍্যন্ত জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলার নেশায় মানুষের মৃত্যুও হতে পারে। শুনতে অদ্ভুত লাগছে? কিন্তু এটাই বাস্তব। বিগত দীর্ঘদিন ধরে এমন একাধিক ঘটনার কথা জানা গেছে যখন পাবজি খেলার জন্য সাধারণ মানুষকে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে।

আরও পড়ুন: Infinix S5 Pro হবে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

একটি রিপোর্ট অনুযায়ী PUBG খেলার সময় 25 বছর বয়সী এক যুবকের ব্রেইন স্ট্রোক হয় এবং সে মারা যায়। PTI এর খবর অনুযায়ী গত বৃহস্পতিবার পাবজি খেলার সময় পুনার রভেত এলাকার বাসিন্দা হর্শল দেবীদাসের হার্ট অ্যাটাক হয়, এরপর হর্শলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারপর সেই যুবককে আরেকটি হাসপাতালে পাঠানো হয়, সেখানেই শুক্রবার অসুস্থ হর্শল দেহত্যাগ করেন। এবিষয়ে ডাক্তার তাঁর রিপোর্টে জানিয়েছেন হর্শলের স্নায়ুতে চাপ পড়ায় তাঁর স্নায়ুতন্ত্রে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর ফলে তাঁর হার্ট অ্যাটাক হয় এবং তাঁর মৃত্যু হয়ে যায়।

আরও পড়ুন: ইন্টারনেটে শেয়ার হল POCO F2 Lite এর ফোটো, লঞ্চ হতে পারে POCO F2 এর সঙ্গেই

হর্শলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পাবজি খেলার সময়‌ই তাঁর মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে স্নায়ুতন্ত্রে অতিরিক্ত চাপের ফলে তাঁর মস্তিষ্কের টিস্যু ছিড়ে যায় এবং রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়ে যায়। এমন ঘটনা প্রথম নয় যখন কারোর মৃত‍্যুর কারণ পাবজিকে বলা হচ্ছে। এর আগেও পাবজির কারণে বেশ কিছু যুবকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে PUBG কেও Blue Whale এর মতো প্রাণঘাতী বলে এটিকে ব‍্যানড করার আবেদনের ওপর ভিত্তি করে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট কেন্দ্র সরকারকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আদেশ জারি করেছে। কিছু দিন আগে এইচসি অরোরা হাইকোর্টে একটি আবেদন জমা করেন। এই আবেদনে বলা হয় এই গেমটি বাচ্চাদের গেমের প্রতি আসক্ত করে তোলে। বেশিক্ষণ ধরে এই গেম খেললে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: Airtel নিয়ে এল 179 টাকা দামের নতুন প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলের সঙ্গে পাওয়া যাবে 2 লক্ষ টাকার জীবন বীমা

আবেদনে আরও বলা হয়েছে এই গেমে অস্ত্রের ব‍্যবহার এবং একে অপরের প্রতি হিংস্র আচরণ বাস্তবিক জীবনেও প্রভাব ফেলছে। সাধারণ মানুষের মন হিংসায় ভরে যাচ্ছে। এর আগে বিভিন্ন বয়সের বহু মানুষকে এই গেমের জন্য প্রাণ হারাতে হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here