4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Samsung Galaxy Note 10 Lite, বিপদের মুখে OnePlus

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung গতকাল ভারতে তাদের শক্তিশালী স্মার্টফোন Galaxy Note 10 এর লাইট ভার্সন পেশ করে দিয়েছে। Samsung Galaxy Note 10 Lite নামে পেশ করা ফোনটি কিছু দিন আগে আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটি ভারতীয় মার্কেটে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: ইন্টারনেটে শেয়ার হল POCO F2 Lite এর ফোটো, লঞ্চ হতে পারে POCO F2 এর সঙ্গেই

দাম ও অফার

Samsung Galaxy Note 10 Lite এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 38,999 টাকা দামে সেল করা হবে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 40,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানি তাদের Samsung Galaxy Note 10 Lite ফোনটি Aura Glow, Aura Black ও Aura Red কালার ভেরিয়েন্টে পেশ করেছে। গতকাল থেকেই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 3 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটসহ অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরে বেচা হবে।

স্পেসিফিকেশন

Samsung Galaxy Note 10 Lite ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। কোম্পানি এটিকে সিনেমেটিক ইনফিনিটি ডিসপ্লে নাম দিয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে যা অত্যন্ত দ্রুত ফোন আনলক করতে পারে।

আরও পড়ুন: Airtel নিয়ে এল 179 টাকা দামের নতুন প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলের সঙ্গে পাওয়া যাবে 2 লক্ষ টাকার জীবন বীমা

এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে এবং দুটি ভেরিয়েন্টেই 128 জিবি করে ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung Galaxy Note 10 Lite এ এন‌এফসি ও স‍্যামসাং পের মতো অপশন আছে।

স‍্যামসাং তাদের Samsung Galaxy Note 10 Lite ফোনটির ফোটোগ্ৰাফি সেগমেন্ট শুধুমাত্র সফটওয়্যারের দিক থেকে নয়, বরং লুকের দিক থেকেও একদম অন‍্যরকম বানিয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio, 370 মিলিয়ন গ্ৰাহকের সঙ্গে সবার চেয়ে এগিয়ে

Samsung Galaxy Note 10 Lite ফোনটি স‍্যামসাং 2.0 ইউআই এর সঙ্গে অ্যান্ড্রয়েডের সবচেয়ে অ্যাডভান্স ও লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 10 এন‌এম টেকনিকে তৈরি এক্সিনস 9810 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনেও গ‍্যালাক্সি নোট সিরিজের অন‍্যান‍্য ফোনের মতো অত‍্যন্ত অ্যাডভান্স ‘S-Pen’ যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here