চীনে লঞ্চ হবে iQOO Neo 10 সিরিজ, জেনে নিন কবে হবে লঞ্চ এবং কেমন হবে ফিচার

iQOO এর পক্ষ থেকে অফিসিয়ালি iQOO Neo 10 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির নতুন গেমিং ফোন iQOO Neo 9 সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 10 Pro ফোনের চিপসেট সম্পর্কে জানানো হয়েছে। একইসঙ্গে গীকবেঞ্চ সাইটে ফোনদুটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Neo 10 এবং Neo 10 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 সিরিজের কনফার্ম লঞ্চ ডেট

  • আগামী 29 নভেম্বর চীনের সময় অনুযায়ী বিকেল 4টা (বা 1:30 PM IST) লঞ্চ করা হবে।
  • আগে থেকেই এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। যেসব ইউজাররা ফোনটি প্রি-অর্ডার করেছেন, তাঁরা ব্লুটুথ স্পিকার, তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি, কাস্টোমাইজ টেম্পার্ড ফিল্ম, ট্রেড ইন বোনাসের মতো বিভিন্ন উপহার পেয়ে যাবেন।

iQOO Neo 10 Pro এর কনফার্ম স্পেসিফিকেশন

  • iQOO পক্ষ থেকে জানানো হয়েছে Neo 10 Pro ফোনটি MediaTek Dimensity 9400 3nm SoC চিপসেট সহ লঞ্চ করা হবে।
  • এই iQOO Neo 9 Pro ফোনটি চীনের মডেলের থেকে আপগ্রেড, এটি MediaTek Dimensity 9300 চিপসেট দেওয়া হয়েছিল।
  • ফোনে সেল্ফ ডেভেলপড Q2 চিপসেট থাকবে। এটি ফ্ল্যাগশিপ iQOO 13 ফোনেও রয়েছে। Q2 চিপসেটের মাধ্যমে দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাওয়া যায়।
  • iQOO 13 ফোনের Q2 চিপসেট 144 FPS গেমিং এবং 2K সুপার রেজোলিউশন ক্ষমতাসম্পন্ন বলে জানানো হয়েছে।

চীনের iQOO ওয়েবসাইটের মাধ্যমে মাইক্রো সাইটে আপকামিং ফোনের টিজার দেখা যাচ্ছে। এই টিজারের মাধ্যমে iQOO Neo 10 Pro ফোনের লুক দেখাবন হয়েছে। টিজারে ফোনটি গ্রে এবং অরেঞ্জ ডুয়েল টোন কালারে রয়েছে। টিজার অনুযায়ী ফোনে অত্যন্ত পাতলা বেজাল সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং ফ্রন্টে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়াও ওয়েইবোতে পোস্ট করা টিজার ইমেজের মাধ্যমে জানা গেছে iQOO Neo 10 সিরিজ শ্যাডো ব্ল্যাক, র‍্যালি অরেঞ্জ এবং চি গুয়াং হোয়াইট কালারে পেশ করা হবে।

iQOO Neo 10 সিরিজের গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ সাইটে ভিভোর নতুন দুটি ফোন Vivo V2425A এবং V2426A মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে এই ফোনদুটির মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু এটি iQOO Neo 10 সিরিজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • Vivo V2425A মডেল নাম্বার iQOO Neo 10 ফোনের হতে পারে। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2367 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 7372 স্কোর পেয়েছে।
  • চিপসেট সেকশনে ‘Walt’ রয়েছে, যা 3.30GHz ক্লক স্পীড সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট হতে পারে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে Android 15 OS সহ লঞ্চ করা হতে পারে। তবে 16GB RAM দেওয়া হতে পারে।
  • Vivo V2426A মডেল নাম্বার iQOO Neo 10 Pro ফোনের হতে পারে। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2914 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 9300 স্কোর পেয়েছে।
  • 10 Pro মডেল MediaTek Dimensity 9400 3nm SoC চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনটিতেও Android 15 OS এবং প্রায় 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here