মাত্র 3,999 টাকা দামে লঞ্চ হল আইটেলের অ্যান্ড্রয়েড গোযুক্ত 4G ফোন Itel A25

টেক কোম্পানি Itel কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে। অফলাইন রিটেইল স্টোরে এই কোম্পানির স্মার্টফোন বিপুল পরিমাণে বিক্রি হয় এবং কোম্পানির ফ‍্যান বেস গড়ে ওঠার পেছনে মুখ‍্য কারণ ফোনের অত‍্যন্ত কম দাম। Itel ডিসেম্বর মাসে ভারতীয় মার্কেটে তাদের “এ” সিরিজে মাত্র 4,999 টাকা দামে Itel A46 স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ কোম্পানি ভারতীয় বাজারে Itel A25 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি মাত্র 3,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite, জেনে নিন ফোনটির দুর্দান্ত স্পেসিফিকেশন, প্রতিযোগিতার মুখে OnePlus

Itel A25

সস্তায় স্মার্টফোন বানিয়ে খ‍্যাতি লাভ করা কোম্পানি Itel তাদের “এ” সিরিজে নতুন নচ লেস ডিসপ্লেওয়ালা A25 লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে মাত্র 3,999 টাকা। এই ফোনটি পুরোনো ফোনের মতো ডিসপ্লের ওপরে এবং নিচে চ‌ওড়া বডি পার্টযুক্ত ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির সাইডে অপেক্ষাকৃত সরু বডি পার্ট আছে এবং নিচের বডি পার্টে নেভিগেশন কী আছে। ডিসপ্লের ওপরের বডি পার্টে সেলফি ক‍্যামেরা সেন্সর ও ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে স্পীকার দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Itel A25 ফোনটি 5.0 ইঞ্চির আইপিএস ফুল স্ক্রিন এইচডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 450 নিট্স ব্রাইটনেস দিতে সক্ষম। Itel A25 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত গো এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 1.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর প্রসেসরে রান করে। প্রসঙ্গত অ্যান্ড্রয়েড গো থাকার দরুন এতে গুগল অ্যাপগুলির গো ভার্সন ইনস্টল করা যাবে যা কম মেমরিতেও ফাস্ট এবং ল‍্যাগ ফ্রি পারফরম্যান্স দিতে পারে।

আরও পড়ুন: রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে

ভারতীয় মার্কেটে Itel A25 ফোনটি 1 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Itel A25 এ 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Itel A25 এ সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Itel A25 এ 3,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ইংলিশ ও হিন্দির সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম। ভারতে Itel A25 ফোনটি মাত্র 3,999 টাকার বিনিময়ে Graduation Blue, Sea Blue ও Purple কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here