রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে

Realme ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 7 জানুয়ারি আন্তর্জাতিক মঞ্চে তাদের “এক্স” সিরিজের আগামী স্মার্টফোন Realme X50 পেশ করবে। ওইদিন কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি Realme X50 ফোনটি টেক জগতে লঞ্চ করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি Realme X50 ফোনটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি মার্কেটে আসার আগেই রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Realme এর প্রথম 5জি ফোনের ফোটো শেয়ার করেছেন। ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে এই 5জি ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়ার আভাসও পাওয়া গেছে।

আরও পড়ুন: 48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা

মাধব শেঠ তাঁর টুইটার অ্যাকাউন্টে চারটি ফোটো শেয়ার করেছেন। এই সবকটি ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। ফোটো শেয়ার করে রিয়েলমি ইন্ডিয়ার সিইও বলেন এই ফোনটি শুধুমাত্র লুক ও ডিজাইনের দিক থেকে যে অসাধারণ হবে তা নয়, বরং এই ফোনটি পারফরম্যান্সের দিক থেকেও অনবদ্য হবে। যখন সাধারণ মানুষ এই টুইটে প্রশ্ন তোলে যে এই ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে, তার উত্তরে realme India Support এর পক্ষ থেকে কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে নজর রাখতে বলা হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, একটু দেরি হলেও ভারতে Realme এর 5জি ফোন লঞ্চ হবেই।

লুক ও ডিজাইন

মাধব শেঠ  Realme এর 5জি ফোনের যে ফোটো শেয়ার করেন সেগুলিতে  শুধুমাত্র কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই সেট‌আপের সবচেয়ে ওপরের সেন্সরটির চারদিকে এই হলুদ সার্কেল করা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাঈট দেওয়া হয়েছে। “Realme X” সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের ক্ষেত্রেও এমনই ডিজাইন দেখা গেছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ধরে নেওয়া যেতে পারে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেখা যেতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচের বাঁদিক ঘেঁষে Realme এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোটোয় দেখা গেছে ফোনটি গ্লাস বডিতে তৈরি, যার ফলে ফোনটি যথেষ্ট উজ্জ্বল ও চকচকে।

আরও পড়ুন: Mi Super Sale এ Redmi K20 Pro এবং Redmi Note 7 Pro সহ আরও কয়েকটি ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়

Realme X50 5G

জানিয়ে রাখি মাধব শেঠের শেয়ার করা এই ফোটোগুলিকে কোম্পানির Realme X50 ফোনের ছবি মনে করা হচ্ছে। আবার অন‍্যদিকে রিয়েলমি চায়নার CMO Xu Qi একটি বড় খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন Realme X50 5G এর সঙ্গে এই ফোনটির লাইট ভার্সন Realme X50 5G Youth ও লঞ্চ করা হবে। Realme X50 5G তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেখা যাবে। Realme X50 5Gকোম্পানির গেমিং স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনে কুলিং সিস্টেম টেকনোলজি দেওয়া হবে। যার ফলে স্মুথ, ফাস্ট ও ল‍্যাগ ফ্রি গেম উপভোগ করা যায়। লিক অনুযায়ী Realme X50 5G তে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এর রিফ্রেশরেট 120 হার্টস হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা হতে পারে।

লিক থেকে জানা গেছে Realme X50 5G তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW1 সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5x হাইব্রিড জুম‌ওয়ালা 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনের ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের Samsung GD1 সেন্সর ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। Realme X50 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। তবে এখন ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 7 জানুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here